দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

নববর্ষের পূর্বে বাংলায় আনন্দ সংবাদ! কালীঘাট মন্দির দর্শন হবে আরও সহজ, চালু হচ্ছে স্কাইওয়াক

নববর্ষের পূর্বে বাংলায় আনন্দ সংবাদ! কালীঘাট মন্দির দর্শন হবে আরও সহজ, চালু হচ্ছে স্কাইওয়াক

প্রকাশের তারিখ: ১৪ এপ্রিল ২০২৫

নববর্ষের প্রাক্কালে বাংলায় এসে গেল এক ইতিবাচক পরিবর্তনের খবর। কলকাতার অন্যতম প্রাচীন ও পবিত্র সতীপীঠ কালীঘাট কালীমন্দির দর্শনের পথ এবার হবে আরও সহজ ও ঝামেলাহীন। আজ, ১৪ এপ্রিল, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে ‘কালীঘাট স্কাইওয়াক’-এর, যা ভক্তদের ভিড়ের মাঝে নিরাপদে ও দ্রুত মন্দির চত্বরে পৌঁছনোর সুযোগ দেবে।

নববর্ষের পূর্বে বাংলায় আনন্দ সংবাদ! কালীঘাট মন্দির দর্শন হবে আরও সহজ, চালু হচ্ছে স্কাইওয়াক

এই প্রকল্পটি বহুদিন ধরেই অপেক্ষারত ছিল, তবে এবার তা বাস্তবে রূপ নিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হচ্ছে স্কাইওয়াকটির শুভ উদ্বোধন। কালীঘাট অঞ্চলের ট্রাফিক জ্যাম, ভিড় এবং নিরাপত্তার বিষয়গুলি মাথায় রেখেই এই স্কাইওয়াক নির্মাণ করা হয়েছে।

স্কাইওয়াকের বিশেষ বৈশিষ্ট্য:

  • সম্পূর্ণ কাচে মোড়া নিরাপদ পথচলা।
  • এসক্যালেটর ও লিফট সুবিধা।
  • প্রবেশ ও প্রস্থান পথ আলাদা।
  • CCTV ও নিরাপত্তা ব্যবস্থা।
  • দোকান ও বিশ্রামাগার।

এটি শুধুমাত্র ভক্তদের সুবিধা দেবে না, বরং স্থানীয় ট্র্যাফিক ও বাজার এলাকা থেকেও ভিড় অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে প্রশাসনের আশা।

কালীঘাটের ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই এই প্রকল্পের বাস্তবায়ন দেখে খুশি। নববর্ষের শুরুতেই এই শুভ সংবাদে শহরজুড়ে ছড়িয়েছে আনন্দের হাওয়া।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!