দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

RG Kar মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের: এবার অভয়া পরিবারের মামলার শুনানি হবে কলকাতা হাই কোর্টে

RG Kar মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের: এবার অভয়া পরিবারের মামলার শুনানি হবে কলকাতা হাই কোর্টে

🔔 মূল বিষয়: আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক অভয়া ধর্ষণ ও খুন মামলায় বড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানাল, এখন থেকে এই মামলার শুনানি হবে কলকাতা হাই কোর্টে।

📌 হাইলাইটস:

  • সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টে শুনানি
  • প্রধান বিচারপতির বেঞ্চের সম্মতি
  • অভয়ার মা-বাবার আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত
  • হাই কোর্টে শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
  • মামলায় সিবিআই তদন্তে অসন্তোষ পরিবারের

📰 বিস্তারিত প্রতিবেদন:

আর জি কর মেডিক্যাল কলেজের চাঞ্চল্যকর ধর্ষণ ও খুন মামলায় এবার কলকাতা হাই কোর্টে শুনানি হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ সোমবার জানিয়ে দেয়, নির্যাতিতার মা-বাবার আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভয়ার পরিবার জানায়, দিল্লিতে সুপ্রিম কোর্টে বারবার হাজিরা দেওয়া তাঁদের পক্ষে কঠিন হয়ে উঠছিল। সেই কারণেই তাঁরা চেয়েছিলেন, যাতে মামলা হাই কোর্টে স্থানান্তরিত হয়। এই আবেদনেই সাড়া দেয় শীর্ষ আদালত।

🧑‍⚖️ হাই কোর্টে শুনানি করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
সুপ্রিম কোর্ট জানায়, কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই হবে এই মামলার শুনানি। আগে বিচারপতি ঘোষ জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া তিনি এই মামলা শুনতে পারবেন না। এখন সেই বাধা কাটল।

💬 পরিবারের প্রতিক্রিয়া
মেয়ের সুবিচার চেয়ে দৃঢ় মনোভাব নিয়ে এগোচ্ছেন অভয়ার মা-বাবা। তাঁরা বলেন, “মেয়ের জন্য লড়াই থামবে না। সিবিআই দ্রুত তদন্ত শেষ করুক, এবং অন্যান্য দোষীদেরও শাস্তির আওতায় আনা হোক।”

👩‍⚖️ সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন
পরিবারের পক্ষ থেকে অভিযোগ, শুধু মূল অভিযুক্ত সঞ্জয় নয়, আরও বেশ কয়েকজন সন্দেহভাজনের দিকেও নজর দেওয়া উচিত। সেই কারণেই তাঁরা দাবি জানিয়েছিলেন নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে পুনরায় তদন্ত করার।

📅 পরবর্তী শুনানি ১৩ মে
উল্লেখযোগ্যভাবে, আর জি করের ঘটনায় সুপ্রিম কোর্টে যে স্বতঃপ্রণোদিত মামলা চলছে, তার শুনানি হবে আগামী ১৩ মে।

শেষকথাঃ
এই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অভয়ার পরিবারের জন্য বড় স্বস্তির বিষয়। কলকাতায় থেকে হাই কোর্টে মামলা লড়াইয়ের সুযোগ পেয়ে তাঁরা আরও বেশি আত্মবিশ্বাসী। এখন সকলের চোখ থাকছে সিবিআইয়ের রিপোর্ট ও হাই কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!