শ্বেতা-রুবেলের রঙিন বিয়ের মুহূর্ত: নাচ, প্রেম, এবং বৈদিক রীতিতে শুভ পরিণয়

টলিপাড়ার জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের বিয়ে ছিল আনন্দ, প্রেম ও ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। ১৯ জানুয়ারি রবিবার দমদমের রাজা প্যালেসে জমকালো আয়োজনে এই জুটি সাতপাকে বাঁধা পড়েন। বৈদিক রীতিতে সম্পন্ন হওয়া এই বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজন ও টলিপাড়ার তারকারা।

শ্বেতার সিঁদুর, রুবেলের সাম্যের প্রতীক

বিয়ের দিন লাল বেনারসি, লাল ব্লাউজ ও লাল ওড়নায় শ্বেতার সাজ ছিল চিরাচরিত বাঙালি কনের সৌন্দর্যের প্রতীক। অন্যদিকে, সাদা সিল্কের পাঞ্জাবি ও ধুতি পরে রুবেল ছিলেন পরিপূর্ণ বাঙালি বর। উল্লেখযোগ্য বিষয়, সিঁদুরদান রীতিতে কনের কপালে সিঁদুর দেওয়ার পাশাপাশি রুবেলের কপালে সাম্যের প্রতীক হিসেবে সিঁদুর ছুঁইয়ে দেন শ্বেতা।

বিয়েতে নাচের রঙিন মুহূর্ত

বিয়ের দিন শ্বেতাকে দেখা যায় সুপারস্টার গানের তালে নেচে বিয়ের মঞ্চে প্রবেশ করতে। অন্যদিকে, নায়ক রুবেল নাচতে নাচতে প্রজাপতির জনপ্রিয় গান “চোখ তুলে দেখো না” গাইতে গাইতে প্রবেশ করেন।

পেছনের গল্প: প্রেমের শুরু থেকে পরিণয়

শ্বেতা ও রুবেলের প্রথম আলাপ হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকি-র সেটে। শ্বেতা তখন তাঁর দীর্ঘ ৯ বছরের সম্পর্কের ভাঙনের দুঃখে ডুবে ছিলেন। সেই সময় রুবেলের আন্তরিক ভালোবাসা শ্বেতার মনের ক্ষত সারায়। রুবেল জানান, শ্বেতাকে প্রথম ব্রাইডাল লুকে দেখেই তিনি নিশ্চিত হয়েছিলেন যে তাঁকেই বিয়ে করবেন।

বিয়ের আয়োজন ও উপস্থিত অতিথিরা

বিয়ের আয়োজনে টলিউডের তারকা ও প্রজাপতির পরিচালক অভিজিৎ সেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। এই বিশেষ দিনে প্রথাগত কন্যাদানের রীতি বাদ দিয়ে মালাবদল, খই পোড়ানো এবং অন্যান্য বৈদিক আচার পালিত হয়।

শ্বেতা ও রুবেলের এই রঙিন বিয়ে ছিল প্রেম ও ঐতিহ্যের এক সুন্দর উপস্থাপনা। নবদম্পতিকে অভিনন্দন ও তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!