এবার কলকাতাতেও থাবা বসাল HMPV ভাইরাস। আক্রান্ত হয়েছে সাড়ে পাঁচ মাস বয়সী এক শিশু। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে।
জানা গিয়েছে, শিশুটির বাড়ি কলকাতায় হলেও সে বাবা-মায়ের সঙ্গে মুম্বাইয়ে বসবাস করে। ডিসেম্বরে কলকাতায় আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সর্দি, কাশি ও গলায়-বুকে কফ জমার মতো উপসর্গ দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন পরীক্ষায় ধরা পড়ে, সে HMPV ভাইরাসে আক্রান্ত। প্রয়োজনীয় চিকিৎসার পর ১০-১২ দিনের মধ্যে শিশুটি সুস্থ হয়ে ওঠে। বর্তমানে শিশুটি মুম্বাইয়ে ফিরে গেছে।
এই ভাইরাস নিয়ে চিকিৎসক জানিয়েছেন, “গত ছ’মাসে এমন একটি মাত্র HMPV পজিটিভ রোগী পাওয়া গেছে। যদিও গত বছরে দু’একটি ক্ষেত্রে এই ভাইরাস ধরা পড়েছে।” তিনি আরও বলেন, “ভয়ের কারণ নেই। উপযুক্ত চিকিৎসা করলে রোগী ১০-১২ দিনের মধ্যে সুস্থ হয়ে যায়। তবে সতর্কতা অবলম্বন করতেই হবে। যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম।”
এই ভাইরাসের উপসর্গ অনেকটাই করোনার মতো। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভাইরাস চিন থেকেই ছড়িয়েছে। ভারতে প্রথম HMPV ভাইরাসের সংক্রমণ দেখা দেয় বেঙ্গালুরুতে। আক্রান্ত হয়েছিল আট মাসের এক শিশু। এরপর আরও দুটি সংক্রমণ শনাক্ত হয় বেঙ্গালুরু এবং আমেদাবাদে।