দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রয়াণে সাত দিনের জাতীয় শোক, শনিবার শেষকৃত্য

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রয়াণে সাত দিনের জাতীয় শোক, শনিবার শেষকৃত্য

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রয়াণের পর কেন্দ্র সরকার সাত দিনের ‘জাতীয় শোক’ ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার রাতে এক ঘোষণায় জানায়, ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এই শোক পালন করা হবে। এর ফলে, এই সময়কালে দেশের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কোন বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

কংগ্রেস দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মনমোহনের শেষকৃত্য শনিবার নয়াদিল্লিতে সম্পন্ন হবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, এটি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, মনমোহনের মরদেহ শুক্রবার তাঁর বাসভবনে রাখা হবে, এবং সাধারণ মানুষ সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

এছাড়া, বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তারপরেই আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় শোক’ ঘোষণা করা হবে। কংগ্রেসও সাত দিনব্যাপী কোনো দলীয় কর্মসূচি পালন করবে না। কর্নাটক সরকার ইতিমধ্যে সেখানে সাত দিনের শোক ঘোষণা করেছে, আর কেরল সরকারও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার রাতে দিল্লির এমস হাসপাতালে মৃত্যুবরণ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তিনি দীর্ঘদিন যাবৎ নানা বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!