Ad_vid_720X90 (1)
Advertisment
বড়দিনে ঋতাভরীর সঙ্গী সুমিত অরোরা, টলিউডে নতুন প্রেমের গুঞ্জন!

বড়দিনে ঋতাভরীর সঙ্গী সুমিত অরোরা, টলিউডে নতুন প্রেমের গুঞ্জন!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবার একেবারে সবার সামনে তার প্রেমিক সুমিত অরোরা’কে পরিচয় করিয়ে দিলেন। শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির সংলাপ লেখক সুমিত অরোরা তার প্রেমিক হিসেবে পরিচিতি লাভ করেছেন, আর বড়দিনের আনন্দঘন মুহূর্তে ঋতাভরীর বাড়িতে উপস্থিত ছিলেন টলি পাড়ার অনেক তারকা, এবং সেখানে সুমিত ছিলেন মধ্যমণি।

এটি প্রথমবার নয়, এর আগেও ঋতাভরী তার প্রেমের কথা জানিয়েছিলেন। দীপাবলির সময় সুমিতের সঙ্গে একফ্রেমে ক্যামেরাবন্দি হয়ে ছিলেন তিনি, আর এখন বড়দিনের পার্টিতে সেই সম্পর্ক আরও খোলামেলা ভাবে প্রকাশ পেয়েছে। ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় সুমিতের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি সুমিতকে তার ‘স্টার’ বলে সম্বোধন করেছেন।

ঋতাভরীর বাড়ির বড়দিনের পার্টিতে উপস্থিত ছিলেন টলিউডের নানা জনপ্রিয় মুখ, যেমন ঋতুপর্ণা সেনগুপ্ত, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী, অনুষা-আদিত্য এবং আরও অনেকে। সুমিত অরোরা সবার মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন। এছাড়া, বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে বড়দিন উদযাপনেও সুমিত ছিলেন তার পাশে, যেখানে মায়ের সাথে উপস্থিত ছিলেন ঋতাভরী।

এবার বড়দিনের পার্টিতে সুমিতকে টলিপাড়ার বন্ধুদের সঙ্গেও পরিচয় করিয়ে দিলেন ঋতাভরী। আর বলিউডি প্রেমিকের সঙ্গে এই খুশির মুহূর্তটি সামাজিক মাধ্যমে শেয়ার করে উচ্ছ্বসিত তিনি।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!