কলকাতা শহরের পরিবহন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর পর্যন্ত প্রায় ৬.৫ কিলোমিটার পথ জুড়ে মেট্রো চলাচল শুরু হতে পারে আগামী বছর। শনিবার এই রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলক ট্রেন চালানো হল। কলকাতা মেট্রো রেলের কর্মকর্তাদের দাবি, এই ট্রায়াল সফল হয়েছে।
আগামী সোমবার এই রুটের কাজ খতিয়ে দেখতে আসছেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। শনিবারের ট্রায়াল রানের মূল লক্ষ্য ছিল, এই পথে মেট্রো চালানোর জন্য যেসব মানদণ্ড পূরণ করতে হবে, তা ঠিকমতো হচ্ছে কি না তা পরীক্ষা করা। মেট্রো ট্রেনটি এই রুটে নিরাপদে চলতে সক্ষম কি না, তা-ও যাচাই করা হয়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্ত মাপকাঠি সফলভাবে পূরণ হয়েছে। প্রয়োজনীয় ছাড়পত্র পেলে খুব তাড়াতাড়ি এই রুটে যাত্রী পরিবহন শুরু করা হবে।
এই রুট চালু হলে কলকাতা ও শহরতলির মানুষের কাছে বিমানবন্দরে যাতায়াত অনেক সহজ হবে। বর্তমানে বিমানবন্দরে যেতে হলে গাড়ি বা ট্যাক্সি ভাড়া করতে হয়। মেট্রো চালু হলে স্বল্প সময়ে কম খরচে বিমানবন্দর পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
চারটি স্টেশন, শেষ পর্যায়ে নির্মাণ কাজ
নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত হলুদ লাইনের এই রুটে মোট চারটি স্টেশন রয়েছে— নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর। প্রথম তিনটি স্টেশনের কাজ অনেক আগেই শেষ হয়েছে। বিমানবন্দর স্টেশনের কাজও প্রায় শেষের পথে। মেট্রো কর্তৃপক্ষের আশা, ২০২৫ সালের প্রথম দিকেই এই রুটে যাত্রী পরিষেবা শুরু করা যাবে।
শনিবারের ট্রায়াল রানে উপস্থিত ছিলেন মেট্রোর মুখ্য প্রকৌশলী দেবেন্দ্র কুমার। মেট্রো চলাচলের জন্য সব রকমের মানদণ্ড পূরণ হয়েছে বলে জানিয়েছেন তিনি। ট্রায়ালের সফল সমাপ্তির পর কলকাতা মেট্রোর কর্মকর্তারা আত্মবিশ্বাসী যে এই রুটটি খুব তাড়াতাড়ি চালু করা সম্ভব হবে।