নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ২৮ নভেম্বর ২০২৪: পথকুকুরদের খাওয়ানো নিয়ে নির্দিষ্ট নিয়মবিধি (এসওপি) তৈরি করেছে রাজ্যের নগরোন্নয়ন বিভাগ। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী এই বিধি তৈরি করে তা বুধবার আদালতে জমা দেওয়া হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে রাজ্যের কৌঁসুলি সুমন সেনগুপ্ত এই কার্যবিধি পেশ করেন। এই নির্দেশিকাটি রাজ্যের সমস্ত পুরসভায় পাঠানো হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এক মামলার শুনানিতে এই নিয়ম তৈরি করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ঘোষ।
নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করতে হবে যেখানে পথকুকুরদের খাবার দেওয়া যাবে। জনসমাগম, বাচ্চাদের খেলার জায়গা বা অত্যন্ত ব্যস্ত এলাকায় এই স্থান নির্বাচন করা যাবে না। খাওয়ানোর সময় নির্ধারণ করা হয়েছে দিনে দু’বার—সকাল ৭টা থেকে ৯টা এবং সন্ধ্যায় ৭টা থেকে ৯টা। খাবার দেওয়া শেষে স্থানটি ভালোভাবে পরিষ্কার করতে হবে।
নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও কুকুরদের খাওয়ানো বা জায়গা নোংরা করলে শাস্তির বিধান রাখা হয়েছে। খাবার তালিকায় রাখা হয়েছে ভাত, রুটি, আলুসেদ্ধ, মাছ, মাংস বা মাংসের ছাঁট। তবে চকলেট, মিষ্টি বা ভাজা খাবার দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। সেইসঙ্গে কুকুরদের জন্য পর্যাপ্ত পরিষ্কার পানির ব্যবস্থাও রাখতে হবে।
বিচারপতি ঘোষ পুরসভাগুলিকে নির্দেশ দিয়েছেন এই বিধি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য প্রচার চালাতে। আগামী ১৯ ডিসেম্বর আদালতে পরবর্তী শুনানিতে রাজ্যের সমস্ত পুরসভাকে এই কার্যবিধি মেনে চলার বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে।