দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
বন্ধুত্বের স্মৃতিতে ভাসলেন সিমি, রতন টাটার প্রয়াণে বিষাদাচ্ছন্ন অভিনেত্রী

বন্ধুত্বের স্মৃতিতে ভাসলেন সিমি, রতন টাটার প্রয়াণে বিষাদাচ্ছন্ন অভিনেত্রী

রতন টাটার প্রয়াণে গোটা দেশ গভীর শোকের আবেশে মোড়ানো। যাঁরা তাঁকে কাছ থেকে চেনেন না, তাঁরাও আজ বিষাদে নিমজ্জিত। প্রবীণ শিল্পপতি রতন টাটার মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর প্রাক্তন প্রেমিকা এবং বর্ষীয়ান অভিনেত্রী সিমি গরেওয়াল। তাঁদের একসময়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা পরবর্তীতে বন্ধুত্বে রূপ নেয়। সিমি তাঁর প্রিয় বন্ধুর চলে যাওয়া মেনে নিতে পারছেন না, এই শোক সহ্য করতে কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন।

গত বুধবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। বয়সজনিত সমস্যার জন্য চেকআপ করাতে গিয়ে ভর্তি হন, কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে আর বাঁচানো যায়নি। প্রিয় বন্ধুর মৃত্যু সংবাদ পেয়ে নিজেকে সামলাতে পারছেন না সিমি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের পুরনো স্মৃতির ছবি পোস্ট করে লিখেছেন, “ওরা বলছে তুমি নেই… এটা সহ্য করা কঠিন। বিদায় বন্ধু।”

কিছু বছর আগে, সিমির টক শো-তে উপস্থিত হন রতন টাটা। সেখানে তিনি জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। ব্যক্তিগত জীবনে চার বার প্রেমের সম্পর্কের কথা শেয়ার করেন, যেগুলো শেষ পর্যন্ত বিয়েতে পরিণত হয়নি। রতন টাটা বলেন, “যখনই বিবাহের কথা ভাবি, তখনই কিছু না কিছু বাধা এসেছে। কাজের চাপ এবং পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত একা থাকতেই হলো।”

রতন টাটার একাকী জীবন নিয়ে সিমির সঙ্গে আলোচনা হয়। তিনি জানান, তাঁর জীবনে নিজের পরিবার না থাকার কারণে মাঝে মাঝে একাকীত্ব অনুভব করেছেন, তবে এ নিয়ে আক্ষেপও বিশেষ নেই। স্ত্রী ও সন্তানের জন্য ভাবনা না থাকার স্বাধীনতাও উপভোগ করেছেন তিনি।

রতন টাটা আরও জানান, আমেরিকায় থাকাকালীন তাঁর একটি গভীর সম্পর্ক ছিল, কিন্তু ইন্দো-চিন যুদ্ধের সময় ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নিলে সেই সম্পর্ক ভেঙে যায়। সিমি নিজেও তাঁদের সম্পর্কের কথা বলেন, জানান তাঁরা কিছুদিন সম্পর্কে ছিলেন, তবে পরবর্তীতে তাঁদের পথ আলাদা হয়ে যায়। কিন্তু বন্ধুত্ব থেকে গিয়েছিল অবিচল। সিমি বলেন, “রতন টাটার মতো মানুষ বিরল। এমন মানুষের চলে যাওয়া সত্যিই দুঃখের।”

এই কিংবদন্তি শিল্পপতির জীবন ও ভালোবাসার যাত্রা থেকে আমরা সবাই কিছু না কিছু শিখতে পারি। তিনি শুধুমাত্র শিল্পপতি ছিলেন না, ছিলেন এক মানবিক অভিভাবক, যাঁর প্রতি দেশের মানুষের শ্রদ্ধা চিরকাল অটুট থাকবে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!