Ad_vid_720X90 (1)
Advertisment
প্রয়াত বিশিষ্ট সংবাদ পাঠিকা ছন্দা সেন: আকাশবাণী ও দূরদর্শনের সোনালী যুগের এক উজ্জ্বল নাম

প্রয়াত বিশিষ্ট সংবাদ পাঠিকা ছন্দা সেন: আকাশবাণী ও দূরদর্শনের সোনালী যুগের এক উজ্জ্বল নাম

১২ সেপ্টেম্বর, কলকাতা: প্রয়াত হলেন খ্যাতনামা সংবাদ পাঠিকা ছন্দা সেন। গতকাল বুধবার রাত আড়াইটে নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন ছন্দা সেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

ছন্দা সেন ছিলেন আকাশবাণী ও দূরদর্শনের সোনালী যুগের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। ১৯৭৪ সালে আকাশবাণীতে তাঁর কর্মজীবন শুরু করেন এবং ১৯৭৫ থেকে কলকাতা দূরদর্শনে নিয়মিত সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেন। তাঁর সুরেলা কণ্ঠ এবং সাবলীল উপস্থাপনা তাঁকে দর্শকদের প্রিয় করে তুলেছিল। ২০০৬ সালে তিনি অবসর গ্রহণ করেন, কিন্তু তাঁর অবদান এখনও স্মরণীয়।

ছন্দা সেন রেখে গেছেন তাঁর স্বামী, কন্যা এবং অগণিত গুণমুগ্ধ অনুরাগী। আজ কেওড়াতলার মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে, শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ আনা হবে আকাশবাণী ভবনে, যেখানে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!