পুজোয় কলকাতা মেট্রো: এক টিকিটে ১২ ঘণ্টা ভ্রমণের সুবিধা!

পুজোয় কলকাতা মেট্রো: এক টিকিটে ১২ ঘণ্টা ভ্রমণের সুবিধা!

দুর্গাপুজো ২০২৪ উপলক্ষে কলকাতা মেট্রো যাত্রীদের জন্য নিয়ে এসেছে বিশেষ সুবিধা। একবার টিকিট কাটলে, সেটি ১২ ঘণ্টার জন্য যেকোনো মেট্রো লাইনে ব্যবহার করা যাবে। পুজোর সময় বাড়তি ভিড় সামলাতে কলকাতা মেট্রো নতুন অ্যাপের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা চালু করেছে, যা যাত্রীদের জন্য বিরাট সুবিধা আনছে।

কীভাবে কাজ করবে এই টিকিটিং সিস্টেম?

১) এক টিকিটে ১২ ঘণ্টা যাত্রা
মেট্রো যাত্রীরা এবার পুজোর ভিড় এড়িয়ে একবার টিকিট কাটলেই ১২ ঘণ্টা পর্যন্ত যেকোনো লাইনে যাত্রা করতে পারবেন।

২) মেট্রো রাইড অ্যাপ
প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ। প্রথমবার লগ ইন করতে হলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করতে হবে।

৩) টিকিট কাটার পদ্ধতি
অ্যাপের হোম পেজে ‘বুক টিকিট’ অপশনে গিয়ে, সোর্স ও ডেস্টিনেশন স্টেশন সিলেক্ট করে বুক টিকিট বাটন চাপতে হবে। তারপর UPI, ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করা যাবে।

৪) QR কোড শেয়ারিং
পেমেন্ট সফল হলে QR কোড পাওয়া যাবে, যা ১২ ঘণ্টা ভ্যালিড। এই QR কোডটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিবারের সদস্যদের সাথে শেয়ারও করা যাবে। তবে একবারে শুধুমাত্র একটি টিকিটই কাটা যাবে।

৫) লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই
এবার মেট্রো স্টেশনের লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। যেকোনো স্থান থেকে মোবাইলের মাধ্যমে সহজেই টিকিট কাটা যাবে, এবং AFC-PC গেটে QR কোড স্ক্যান করে প্রবেশ ও প্রস্থান করা যাবে।

ভবিষ্যৎ পরিকল্পনা

আগামী দিনে একাধিক টিকিট কাটার সুবিধাও আনা হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তাই পুজোর সময় আর ভিড়ের চিন্তা না করে, এক টিকিটেই করুন ১২ ঘণ্টা পর্যন্ত নিরবচ্ছিন্ন মেট্রো যাত্রা!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!