দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
আকাশে প্রতিবাদের বার্তা! ‘অভয়া’র ন্যায়ের দাবিতে কালো-সাদা ঘুড়ি

আকাশে প্রতিবাদের বার্তা! ‘অভয়া’র ন্যায়ের দাবিতে কালো-সাদা ঘুড়ি

১১ সেপ্টেম্বর ২০২৪: নীল আকাশে মেঘের সারি ভেসে বেড়াচ্ছে। কাশফুল ফুটেছে দিগন্ত জুড়ে। কিন্তু এই শরৎ বাংলায় পুজোর আনন্দের বদলে প্রতিবাদের হাওয়া বইছে! সর্বত্র শোনা যাচ্ছে ক্ষোভের আওয়াজ। রাজ্যের নানা প্রান্তে চলছে মিছিল, জ্বলছে মোমবাতি। সবারই একটাই দাবি—বিচার চাই অভয়ার জন্য। প্রতিবছর শরতের এই সময় আকাশে উড়তে দেখা যায় রঙিন ঘুড়ি। পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতির নানা রঙের ঘুড়িরা বাতাসে ভাসতে থাকে। তবে এবার সেই রঙিন ঘুড়ির পাশে কালো ঘুড়ির সঙ্গে যুক্ত হচ্ছে প্রতিবাদের ভাষা। আকাশে ওড়বে ন্যায়ের প্রতীক হয়ে ‘অভয়া’র জন্য ঘুড়ি।

পাড়ায় পাড়ায় উঠেছে ঘুড়ির দোকান। রংবেরঙের ঘুড়ির মধ্যে দেখা মিলছে কালো ঘুড়ির, যার উপর বড় বড় সাদা অক্ষরে লেখা— ‘বিচার চাই অভয়া’র জন্য।’ আর কোথাও লেখা— ‘আর জি করের ন্যায়ের দাবি’। ঘুড়ির গায়ে আঁকা সাদা মোমবাতির চিহ্ন যেন বার্তা দিচ্ছে প্রতিবাদের। এই প্রতিবাদী ঘুড়ির কাটতি বেশ ভালো। ঘুড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া কাইট’ জানিয়েছে, প্রথমে পরীক্ষামূলকভাবে ১০০টি ঘুড়ি তৈরি করা হয়েছিল, যার মূল্য ছিল ১৫ টাকা। দুদিনের মধ্যেই সব বিক্রি হয়ে যাওয়ায়, আবারও ঘুড়ি তৈরির কাজ শুরু হয়েছে। আগামীকাল থেকে পুনরায় ‘অভয়া’ ঘুড়ি পাওয়া যাবে বাজারে।

‘ইন্ডিয়া কাইট’-এর মালিক অজিত দত্ত, এবং তাঁর ছেলে সৈকত দত্ত, যিনি বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন, জানিয়েছেন, “প্রতিবারই আমরা ভিন্ন ধরনের ঘুড়ি তৈরি করার চেষ্টা করি। কখনও বিশ্বকাপ, কখনও নির্বাচন। তবে এবারের আর জি করের ঘটনার প্রতিবাদ সর্বত্র। আমরা ন্যায় চাই, তাই ঘুড়ির মাধ্যমে সেই বার্তা তুলে ধরতে চেয়েছি।” সৈকতের মতে, সকলেই তাদের নিজস্ব উপায়ে প্রতিবাদ জানাচ্ছেন, আর ঘুড়ির মাধ্যমে তাঁরাও সেই প্রতিবাদে শামিল হয়েছেন।

আর জি করের ঘটনার প্রতিবাদের আগুন এবার আকাশেও ছড়িয়ে পড়েছে। দুর্গাপুজোতে আকাশ রঙিন ঘুড়ির পাশাপাশি কালো ঘুড়িতেও ভরপুর থাকবে। সেই ঘুড়ি ঘোষণা করবে— ‘জাস্টিস ফর আর জি কর, বিচার চাই অভয়া’র জন্য।’

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!