দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বাংলার দুই গুণী শিক্ষক

রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বাংলার দুই গুণী শিক্ষক

০৫ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবারের শিক্ষক দিবসে বাংলার দুজন শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেছেন। তাঁরা হলেন আশিসকুমার রায় এবং প্রশান্তকুমার মারিক। আশিসবাবু শিলিগুড়ির শ্রীনরসিংহ বিদ্যাপীঠের একজন শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে সেবা করে যাচ্ছেন, এবং প্রশান্তবাবু উত্তর ২৪ পরগনার শালবাগান জিএসএফপি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কাজ করছেন।

আজ, বৃহস্পতিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেবেন। শিক্ষামন্ত্রকের তথ্যানুসারে, এবার সারা দেশ থেকে মোট ৮২ জন শিক্ষককে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ৫০ জন স্কুল শিক্ষাদপ্তরের তালিকাভুক্ত, ১৬ জন উচ্চশিক্ষা দপ্তরের অন্তর্গত এবং বাকিরা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন। পুরস্কারপ্রাপ্তরা শংসাপত্র, ৫০ হাজার টাকা, এবং একটি রৌপ্য-পদক পাবেন। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীও এই পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!