বন্ধুত্বের স্মৃতিতে ভাসলেন সিমি, রতন টাটার প্রয়াণে বিষাদাচ্ছন্ন অভিনেত্রী

রতন টাটার প্রয়াণে গোটা দেশ গভীর শোকের আবেশে মোড়ানো। যাঁরা তাঁকে কাছ থেকে চেনেন না, তাঁরাও আজ বিষাদে নিমজ্জিত। প্রবীণ শিল্পপতি রতন টাটার মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর প্রাক্তন প্রেমিকা এবং বর্ষীয়ান অভিনেত্রী সিমি গরেওয়াল। তাঁদের একসময়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা পরবর্তীতে বন্ধুত্বে রূপ নেয়। সিমি তাঁর প্রিয় বন্ধুর চলে যাওয়া মেনে নিতে পারছেন না, এই শোক সহ্য করতে কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন।
গত বুধবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। বয়সজনিত সমস্যার জন্য চেকআপ করাতে গিয়ে ভর্তি হন, কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে আর বাঁচানো যায়নি। প্রিয় বন্ধুর মৃত্যু সংবাদ পেয়ে নিজেকে সামলাতে পারছেন না সিমি।
গরবার মাঝপথেই থেমে গেল উৎসব, রতন টাটার স্মৃতিতে শ্রদ্ধার নিবেদন

উৎসবের সঞ্চারেই নেমে এল শোকের বার্তা। জনপ্রিয় শিল্পপতি রতন টাটা ৯ অক্টোবর গভীর রাতে আমাদের ছেড়ে চলে গেছেন। মুম্বইয়ের এক গরবা অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসব থামিয়ে দেওয়া হয়। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
শিল্পপতি রতন টাটার চলে যাওয়ায় গোটা দেশ শোকস্তব্ধ। একাধিক শিল্পক্ষেত্রে তাঁর অবদান অমর হয়ে থাকবে। নবরাত্রির আনন্দের মাঝেই এ খবর বয়ে এনেছে বিষাদের সুর। বাঙালির কাছে ষষ্ঠীর রাতে এ খবর এক আবেগঘন মুহূর্ত তৈরি করে।
মুম্বইয়ের গোরেগাঁওয়ের নেসকো কমপাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল বিশাল এক গরবা নাইট। তবে রতন টাটার প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে নাচের তালে বাঁধা পড়ল নীরবতা। স্টেজে দাঁড়িয়ে থাকা গরবা শিল্পীরা নত