দেবীর অভিমানের সুর: নারীর সুরক্ষার বার্তা নিয়ে মহেশতলার মঞ্চে নাটক ‘দেবী’

দেবীর অভিমানের সুর: নারীর সুরক্ষার বার্তা নিয়ে মহেশতলার মঞ্চে নাটক 'দেবী'

মহেশতলার ইডেনসিটি চতুর্থীর দিন মেতে উঠেছিল প্রীতম মুখার্জির নির্দেশনায় নাটক ‘দেবী’-র পরিবেশনায়। তিলোত্তমার আকাশে বিষাদের সুরে, উঠে আসে প্রতিবাদের কন্ঠ। নারীর প্রতি সমাজের নৃশংসতা এবং অবমাননা দেখে দেবী দুর্গার মর্তে আগমনে অনীহা, এবং তাঁকে রাজি করানোর জন্য মহাদেবের অঙ্গীকার নিয়ে সাজানো এই নাটক।

এই নাটকের মূল বিষয় ছিল নারী সুরক্ষা এবং সমাজে এটির গুরুত্ব। দেবারতি ভৌমিকের লেখনীতে ফুটে উঠেছে একটি বাস্তবিক বার্তা—নারীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের কর্তব্য। নাটকটি যে শুধুমাত্র এক সামাজিক প্রতিবাদ নয়, বরং নারী অধিকার নিয়ে একটি নিবেদন, তা দর্শকের মনে গভীর ছাপ ফেলে।

নাটকে অভিনয় করেছেন প্রীতম, দেবপ্রিয়া, দেবজিৎ, অনুসূয়া, সুমনা, অমিতাভ, নীলাদ্রি, সমরেশ, বিপাশা

error: Content is protected !!