Ad_vid_720X90 (1)
Advertisment
৩০ বছরে পা দিল কলকাতা চলচ্চিত্র উৎসব, শুরু হতে চলেছে সিনেপ্রেমীদের প্রিয় আসর

৩০ বছরে পা দিল কলকাতা চলচ্চিত্র উৎসব, শুরু হতে চলেছে সিনেপ্রেমীদের প্রিয় আসর

সিনেপ্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে ৪ ডিসেম্বর। শুরু হতে চলেছে ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসব। সেজে উঠেছে নন্দন চত্বর এবং শহরের নানা প্রান্ত। এবারের উৎসবের মূল বার্তা হলো “বাংলার মাটিতে বিশ্বের ছবি”।

প্রতি বছরের তুলনায় এ বছর উৎসব আরও জাঁকজমকপূর্ণ হতে চলেছে। ছবির প্রদর্শনী থেকে উদ্বোধনী অনুষ্ঠান, সবকিছুতেই থাকছে বিশেষ চমক। এবারের উৎসবের থিম সং-এর ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এটি লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ধনধান্য প্রেক্ষাগৃহে বিশেষ আয়োজন করা হয়েছে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে কিংবদন্তি তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’

এ বছরের ফোকাস কান্ট্রি হলো ফ্রান্স। কিংবদন্তি ফরাসি পরিচালকদের উল্লেখযোগ্য কিছু ছবি প্রদর্শিত হবে। এছাড়াও, শতবর্ষ শ্রদ্ধার্ঘ তালিকায় রয়েছেন তপন সিনহা, মার্লন ব্র্যান্ডো, মার্সেলো মাস্ত্রোইয়ানি, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, আক্কেনেনি নাগেশ্বর রাও এবং আরও অনেক কিংবদন্তি। বিশেষ শ্রদ্ধা জানানো হবে কুমার সাহানি, অ্যালিন ডেলন, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী এবং মনোজ মিত্রের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের।

এ বছর উৎসবে প্রদর্শিত হবে মোট ১৮০টি ছবি। শুধুমাত্র নন্দন বা রবীন্দ্রসদন নয়, কলকাতার বেশ কয়েকটি ভেন্যুতে ছবি দেখানো হবে। এর মধ্যে রয়েছে নজরুল তীর্থ, নবীনা, নিউ এম্পায়ার, স্টার থিয়েটার, কোয়েস্ট মল এবং গ্লোব সিনেমা।

এছাড়াও, উৎসবের প্রতিদিন নন্দন চত্বরের একতা মঞ্চে থাকবে বিশেষ সিনে আড্ডার আয়োজন। ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই চলচ্চিত্র উৎসব চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। সিনেপ্রেমীদের জন্য এটি শুধু একটি উৎসব নয়, বরং এক অভিজ্ঞতা যা বাংলার সংস্কৃতি এবং বিশ্ব চলচ্চিত্রের সংযোগ ঘটাবে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!