১৯ বছর পর পর্দায় ফিরছে সুপারহিরো শক্তিমান, মুকেশ খান্নার ঘোষণায় নস্টালজিক ভক্তরা

১৯ বছর পর পর্দায় ফিরছে সুপারহিরো শক্তিমান, মুকেশ খান্নার ঘোষণায় নস্টালজিক ভক্তরা

একটা প্রজন্মের কাছে ‘শক্তিমান’ ছিল এক অবিচ্ছেদ্য অংশ। বহু তরুণের চোখে তখন মুকেশ খান্না ছিলেন বাস্তবের সুপারহিরো। সেই সময়ে মুকেশের অবয়বে সাজানো পোশাকও ছিল বেশ জনপ্রিয়। এই প্রিয় ধারাবাহিক সত্যিই কি আবার ফিরতে চলেছে? সম্প্রতি অভিনেতা মুকেশ খান্নার একটি ইনস্টাগ্রাম পোস্ট দেখে এমনই আভাস পাওয়া যাচ্ছে, যা সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের মধ্যে এক অন্যরকম উন্মাদনার সৃষ্টি করেছে।

ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি ও ভিডিয়ো শেয়ার করে মুকেশ লিখেছেন, ‘শক্তিমান ফিরছে। ফিরে আসার সময় হয়েছে তাঁর। আমাদের দেশের প্রথম সুপার টিচার এবং সুপারহিরো। বর্তমান সময়ে শিশুদের উপর অন্ধকার ও খারাপ সময়ের প্রভাব অত্যন্ত গভীর। এ সময় শক্তিমান ফিরে আসার প্রয়োজন। এক শক্তিশালী বার্তা নিয়ে আজকের প্রজন্মের জন্য তিনি আসছেন।’ তাঁর এই পোস্টে বহু ভক্ত আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

মুকেশের পোস্ট দেখে অনেকে শৈশবের স্মৃতিতে ফিরে গেছেন। কেউ লিখেছেন, ‘শক্তিমান দেখার জন্য স্কুল কামাই করতাম।’ আবার কেউ লিখেছেন, ‘শক্তিমান আমার শৈশবের হিরো। তাকে আবার দেখতে পাবো ভেবে আনন্দিত।’

১৯৯৭ সালে দূরদর্শনে প্রথম প্রচারিত হয় ‘শক্তিমান’। প্রায় আট বছর ধরে, ৪৫০টিরও বেশি পর্বে এই শোটি সারা দেশ জুড়ে এক আলাদা জনপ্রিয়তা অর্জন করে। ভারতীয় সুপারহিরো হিসাবে শক্তিমান অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে দেশের মানুষকে রক্ষা করতেন। তাঁর শক্তিমত্তা এবং বিভিন্ন অলৌকিক ক্ষমতা দর্শকদের মুগ্ধ করেছিল।

ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে তাঁরা তাঁদের শৈশবের এই প্রিয় সুপারহিরোকে নতুনভাবে পর্দায় দেখতে পাবেন। শক্তিমানের এই প্রত্যাবর্তন শুধু এক পুরনো ধারাবাহিকের পুনর্জন্ম নয়, বরং ভারতীয় টেলিভিশন ইতিহাসের এক প্রিয় অধ্যায়কে আবার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!