১৮ থেকে ২৪ শে আগষ্ট কোন জমায়েত করা যাবেনা আরজিকরের সামনে এবং নিম্নলিখিত এলাকাগুলিতে। জারি ১৪৪ ধারা।

১৮ থেকে ২৪ শে আগষ্ট কোন জমায়েত করা যাবেনা আরজিকরের সামনে এবং নিম্নলিখিত এলাকাগুলিতে। জারি ১৪৪ ধারা।

কলকাতা পুলিশ আরজি কর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ১৮ অগস্ট, শনিবার থেকে ২৪ আগস্ট পর্যন্ত, পাঁচ জন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না। নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা (সাবেক ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা) মেনে এই নির্দেশিকা জারি করেছে সেখানকার পুলিশ।

নির্দিষ্টভাবে শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানা এলাকার কয়েকটি রাস্তা— বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, এবং শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

গত বুধবার রাতে ‘মেয়েরা রাত দখল করো’ নামের মিছিল চলাকালীন আরজি কর হাসপাতালে হামলার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জরুরি বিভাগে সেই রাতে চলা তাণ্ডবে পুলিশি নিরাপত্তার ঘাটতি প্রশ্নের মুখে পড়ে। তার পরেও আরজি করের আশপাশের এলাকায় মিটিং-মিছিল হয়েছে, যা পুনরাবৃত্তি ঠেকাতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “বুধবার রাতের ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি পুলিশ মনে করে, কোনও জমায়েত শান্তি বিঘ্নিত করছে, তবে তারা দ্রুত ব্যবস্থা নেবে।” এছাড়াও, লাঠি বা অস্ত্রসহ কোনও জমায়েত দেখলেই তা অবিলম্বে বন্ধ করা হবে।

প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরোনো আরজি কর মেডিক্যাল কলেজের এক চিকিৎসককে ধর্ষণ এবং হত্যা ঘিরে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ থেকে নিপীড়নমূলক ব্যবস্থার বিলোপের লক্ষ্যে বুধবার, ভারতের স্বাধীনতা দিবসের রাতে, ‘মেয়েরা রাত দখল করো’ নামক একটি বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচি দেশজুড়ে নানা শহরে পালন করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!