দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ এবার অদ্ভুত পোশাক ছেড়ে শিরোনামে উঠে আসার কারণ তার অভিনীত ওয়েব সিরিজ “ফলো করলো ইয়ার”।

সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ এবার অদ্ভুত পোশাক ছেড়ে শিরোনামে উঠে আসার কারণ তার অভিনীত ওয়েব সিরিজ "ফলো করলো ইয়ার"।

অম্বিকা কুন্ডু, কলকাতাঃ সামাজিক মাধ্যমগুলিতে খুবই পরিচিত একটি ব্যক্তিত্বের নাম “উরফি জাভেদ”। তিনি বারংবার তার অদ্ভুত অদ্ভুত ফ্যাশনের কারণে সামাজিক মাধ্যমগুলির মধ্যে চর্চিত হয়ে থেকেছেন।

তিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। সেই কারণে সে সর্বদা নতুন নতুন এবং অদ্ভুত ফ্যাশন তৈরি করতে থাকেন। তার অদ্ভুত অদ্ভুত ফ্যাশনের কারণে তাকে প্রচুর পরিমাণে trolling এর সম্মুখীন হতে হয়। তবে এতে তার কোন সমস্যা নেই বলেই জানিয়েছেন তিনি। একটি সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গেছে সে এই trolling খুব পছন্দ করেন।

তবে সম্প্রতি তার শিরোনামে উঠে আসার অন্য একটি কারণও রয়েছে সে কারণটি হল তাকে একটি ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে। ওয়েব সিরিজটি সম্পূর্ণ তার জীবনীকে ঘিরেই তৈরি ।

এই ওয়েব সিরিজটি রিলিজ করছে amazon prime এ। ইতিমধ্যে তার ওয়েব সিরিজটি amazon prime এ মুক্তি ও পেয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!