বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তাঁর স্বামী জাহির ইকবাল বর্তমানে অস্ট্রেলিয়ায় ছুটি কাটাচ্ছেন। এই তারকা দম্পতির ছুটি কাটানোর মজার একটি মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, সোনাক্ষী সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, আর পেছন থেকে আচমকা এসে তাঁকে ধাক্কা দিয়ে ঢেউয়ের মাঝে ফেলে দিচ্ছেন জাহির। এরপর শুরু হয় সোনাক্ষীর চিৎকার আর জাহিরের হাসি।
ভিডিওর ক্যাপশনে সোনাক্ষী মজার ছলে লিখেছেন, “এই ছেলেটা আমাকে শান্তি করে একটা ভিডিও বানাতেও দেবে না।” ভিডিওর শেষে দেখা যায়, ঢেউ থেকে উঠেই সোনাক্ষী জাহিরের পেছনে তাড়া করছেন। স্বামী-স্ত্রীর এই দুষ্টু মজার মুহূর্ত এখন নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু।
২৩ জুন, ২০২৪-এ জাহিরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সোনাক্ষী। বিয়ের পর থেকেই তাঁরা নিজেদের সুখী জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। এই ভিডিওটি তাঁরই একটি মজার অংশ। বর্তমানে তাঁরা অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে বেড়ানোর ছবি এবং ভিডিও শেয়ার করছেন, যা তাদের ভক্তদের বেশ পছন্দ হয়েছে।