সিরিজ: শেখর হোম
স্ট্রিমিং প্ল্যাটফর্ম: জিও সিনেমা
অভিনয়ে: কে কে মেনন, রণবীর শোরে
পরিচালনা: সৃজিত মুখোপাধ্যায়
সৃজিত মুখোপাধ্যায় এই বছরটি যেন নিজের নামে লিখিয়ে নিয়েছেন। ‘অতি উত্তম’ থেকে শুরু করে ‘পদাতিক’, আর এখন ‘শেখর হোম’— তিনটি কাজ, তিনটি ভিন্ন ধরণের, এবং সবকটিতেই বাজিমাত। তবে ‘শেখর হোম’, যা অনেকটাই শার্লক হোমসের বাঙালি সংস্করণ, কতটা জমল? হিন্দুস্তান টাইমস বাংলার বিশেষ রিভিউ জানাচ্ছে সেটা।

সিরিজের গল্প
এই সিরিজটি মূলত শেখর হোম-এর কাহিনী, যিনি আসলে স্নেহাশিস হালদার নামের একজন ব্যক্তি। ছাগল চুরি থেকে জটিল রহস্যের সমাধান— সব কিছুর মধ্যেই কীভাবে স্নেহাশিস হয়ে উঠলেন শেখর হোম, সেই গল্প নিয়েই গড়ে উঠেছে এই সিরিজ। মোট ৬টি পর্বে ভাগ করা হয়েছে, প্রতিটি প্রায় আধ ঘণ্টার।

অভিনয় এবং নির্মাণ
পুরো সিরিজ দেখে একটাই কথা মাথায় আসে— কে কে মেনন ছাড়া আর কেউ এত সহজ এবং প্রাঞ্জলভাবে শেখর হোমের চরিত্রে নিজেকে মেলে ধরতে পারতেন কিনা সন্দেহ। চোখে-মুখে দুষ্টু বুদ্ধিমত্তা আর একটা বিশেষ ইশারায় তিনি এই চরিত্রটিকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। তাঁর অভিনয় শেখর হোমকে ব্যোমকেশ বা ফেলুদার মতো জনপ্রিয় গোয়েন্দার তালিকায় জায়গা করে দেওয়ার ক্ষমতা রাখে। তবে বাংলা উচ্চারণে আরও একটু উন্নতি করলে সম্পূর্ণতা পেতেন তিনি।
অন্যদিকে রণবীর শোরে ওরফে জয়ব্রত হিসেবে কে কে-র সঙ্গে সমান তাল মেলাতে পেরেছেন। তাঁদের জুটির রসায়ন বেশ ভাল ছিল। অন্যান্য চরিত্রে কৌশিক সেন, ঋতা দত্ত চক্রবর্তী, মীর আফসার আলি এবং রুদ্রনীল ঘোষও তাঁদের চরিত্রের যথাযথতা বজায় রেখেছেন।

সিরিজের বিশেষত্ব
এই সিরিজের বিশেষ আকর্ষণ হল প্রতিটি পর্বের চমকপ্রদ সমাপ্তি। কোনোরকম বাড়তি টানাটানি নেই, আবার গল্পের প্রথমদিকের উত্তেজনাও খুব বেশি নয়। তবে সব মিলিয়ে সিরিজটি বেশ ভাল লেগেছে। আবহ সঙ্গীতও রহস্যের ঘনঘটা আরও বাড়িয়ে তুলতে সাহায্য করেছে। সুতরাং উইকেন্ডে এই সিরিজটি দেখে ফেলা মোটেই খারাপ হবে না।