দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

সিরিয়ায় নতুন সংঘাত: আলেপ্পোতে বিদ্রোহীদের অগ্রগতি, মৃত্যু ৩০০ ছাড়িয়েছে

সিরিয়ায় নতুন সংঘাত: আলেপ্পোতে বিদ্রোহীদের অগ্রগতি, মৃত্যু ৩০০ ছাড়িয়েছে

পশ্চিম এশিয়ার গাজা, লেবানন ও ইরানেও যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর, এখন সিরিয়াতেও নতুন করে সংঘাতের আগুন জ্বলে উঠেছে। গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাদের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলি বিস্তীর্ণ এলাকা দখল করেছে। এই সংঘর্ষে অন্তত ৩০০ মানুষ নিহত হয়েছেন, তাদের মধ্যে সেনা, বিদ্রোহী এবং অসামরিক নাগরিকও রয়েছেন।

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেকের বেশি এলাকা বর্তমানে বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তাদের সহযোগী জইশ আল-ইজ্জার দখলে। একসময় এই শহর বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, তবে ২০১৬ সালে রাশিয়া ও ইরানের সহায়তায় আসাদের সেনারা শহরটি পুনর্দখল করতে সক্ষম হয়েছিল। বর্তমানে, আলেপ্পোর পতনের পর উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর অবস্থান দুর্বল হয়ে পড়েছে বলে বিশেষজ্ঞদের মতামত।

বিদ্রোহীদের এই অগ্রগতি ঠেকাতে সিরিয়া সেনা আলেপ্পো এবং রাজধানী দামাস্কাসের মধ্যে সংযোগকারী জাতীয় সড়ক বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে, তুরস্কের সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ন্যাশনাল আর্মি (এসএনএ)-র নিয়ন্ত্রণাধীন ইদলিব প্রদেশ থেকেও নতুন সংঘর্ষের খবর আসছে। এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দফতর ৭২ ঘণ্টার মধ্যে আসাদ বাহিনীকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে।

উল্লেখযোগ্য যে, গত ১৩ বছরের বেশি সময় ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। ২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলিকে সমর্থন জানিয়ে আমেরিকা সশস্ত্র সহায়তা শুরু করেছিল। পরবর্তীতে আইএস জঙ্গিদের মোকাবেলায় পূর্ব সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সেনা মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র, এবং ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর সিরিয়ায়ও বেশ কয়েকটি ঘাঁটি সরিয়ে নিয়েছিল বাইডেন সরকার।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!