Ad_vid_720X90 (1)
Advertisment
সলমান খানের ৫৯'তম জন্মদিন উদযাপন: ব্যক্তিগত বিমানে উড়ে জামনগরে জমকালো পার্টি

সলমান খানের ৫৯’তম জন্মদিন উদযাপন: ব্যক্তিগত বিমানে উড়ে জামনগরে জমকালো পার্টি

বলিউড সুপারস্টার সলমান খান (Salman Khan) ২৭ ডিসেম্বর তাঁর ৫৯’তম জন্মদিন উদযাপন করলেন। বৃহস্পতিবার রাতে বোন অর্পিতা খান শর্মার উদ্যোগে মুম্বইয়ে আয়োজন করা হয়েছিল এক ঘরোয়া পার্টির, যেখানে উপস্থিত ছিলেন খান পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা।

জন্মদিনের দিন বিকেলে সলমান খানকে দেখা যায় মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে। জানা যায়, তিনি এবং তাঁর গোটা পরিবার ব্যক্তিগত বিমানে চেপে রওনা দেন জামনগরের (Jamnagar) উদ্দেশ্যে। কারণ, সেখানেই আয়োজন করা হয়েছিল তাঁর জন্মদিনের গ্র্যান্ড উদযাপন।

জন্মদিন উদযাপন জামনগরে

ষাটের কোটায় পা দেওয়ার আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে জামনগরকে বেছে নেন ভাইজান। ব্যক্তিগত বিমানে সঙ্গী ছিলেন খান পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। জামনগরে তাঁর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল।

সলমান খান বরাবরই পরিবারকে অনেক গুরুত্ব দেন। তাই কাজের ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে সময় কাটানো তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মদিনের এই আয়োজন তাঁর এবং পরিবারের কাছেও ছিল বিশেষ।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!