দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

সরকারি বাসে পুজো ভ্রমণের বিশেষ আয়োজন: শহর থেকে গ্রাম পর্যন্ত পুজো দেখার সুযোগ

সরকারি বাসে পুজো ভ্রমণের বিশেষ আয়োজন: শহর থেকে গ্রাম পর্যন্ত পুজো দেখার সুযোগ

২৪ সেপ্টেম্বর ২০২৪: নিজস্ব প্রতিবেদন, কলকাতা: প্রতিবছরের মতো এবারও পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর শহর এবং শহরতলিতে পুজো ভ্রমণের জন্য বিশেষ বাস পরিষেবার আয়োজন করেছে। পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সোমবার ২০২৪ সালের পুজো পরিক্রমার ঘোষণায় জানিয়েছেন, ভলভো এসি এবং নন-এসি বাসের মাধ্যমে দর্শনার্থীরা শহরের বনেদি বাড়ির দুর্গাপুজো এবং গ্রামীণ এলাকার পুজো দেখতে পারবেন। শহরের ভিড় এড়িয়ে ধান্যকুড়িয়া, আড়বালিয়া, কামারপুকুর, জয়রামবাটি ইত্যাদি স্থানে গ্রামীণ পুজো দেখানোর জন্য বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে।

শুধু সড়কপথেই নয়, জলপথেও এবার পুজো দেখার সুবিধা করেছে পরিবহন দপ্তর। ডব্লিউবিটিসি উদ্যোগ নিয়ে ভেসেল (ফেরি) সার্ভিসের মাধ্যমে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পুজোগুলি দেখানোর ব্যবস্থা করেছে। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে মিলেনিয়াম পার্ক থেকে ভেসেল ছাড়বে এবং উত্তর কলকাতার বিখ্যাত পুজোগুলি ঘুরে দেখাবে। দুপুরের খাওয়াদাওয়া শেষে ভেসেলটি হাওড়া জেটির আশেপাশে ঘোরাঘুরি করে আহিরীটোলা ঘাটে পৌঁছবে, যেখানে এসি বাসে চেপে উত্তর কলকাতার পুজো দেখার ব্যবস্থা থাকবে। আহিরীটোলা, শোভাবাজার রাজবাড়ি, কুমারটুলি পার্ক ও জগৎ মুখার্জি পার্কে যাত্রীরা পুজো দর্শনের সুযোগ পাবেন। এই পুরো প্যাকেজের ভাড়া জনপ্রতি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শহরের বিখ্যাত কিছু পুজো যেমন একডালিয়া, সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, মুদিয়ালি, শিব মন্দির, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, বাগবাজার সার্বজনীন ও বাগবাজার পল্লি দেখানোর জন্যও বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে। এই বাসগুলি হাওড়া স্টেশন, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসত কলোনি মোড়, মধ্যমগ্রাম চৌমাথা, ডানলপ মোড় থেকে ছেড়ে যাবে। এছাড়া বারাকপুর ও হাবড়া ডিপো থেকেও ভোরে বিশেষ বাস ছাড়বে। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত নন-এসি বাস সার্ভিস চলবে, তবে এসপ্ল্যানেড ও বারাসত থেকে এসি ভলভো বাসেও পুজো পরিক্রমার ব্যবস্থা রয়েছে। বারাসত থেকে জনপ্রতি ভাড়া ২১০০ টাকা এবং এসপ্ল্যানেড থেকে জনপ্রতি ভাড়া ২০০০ টাকা ধার্য করা হয়েছে।

ইচ্ছুক যাত্রীরা অনলাইনে www.wbtconline.in সাইটের মাধ্যমে প্যাকেজ বুকিং করতে পারবেন, এছাড়াও এসপ্ল্যানেড, যাদবপুর, গড়িয়া, বেহালা, টালিগঞ্জ, বারাসত এবং হাবড়া ডিপো থেকে আগাম বুকিংয়ের ব্যবস্থা থাকছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!