দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

সত্যি বলে সত্যি কিছু নেই: জানুয়ারি ২০২৫-এ মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জির নতুন ছবি

সত্যি বলে সত্যি কিছু নেই: জানুয়ারি ২০২৫-এ মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জির নতুন ছবি

২০২৫ সালের জানুয়ারি মাসে আসতে চলেছে সৃজিত মুখার্জি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি “সত্যি বলে সত্যি কিছু নেই”। জনপ্রিয় প্রযোজনা সংস্থা এসভিএফ-এর সঙ্গে যুক্ত হয়ে সৃজিত তৈরি করেছেন একটি তীক্ষ্ণ সামাজিক নাটক। ছবিটি মুক্তি পাবে ২৩শে জানুয়ারি, ২০২৫-এ।

চমকপ্রদ তারকাবহুল কাস্ট

১৪ জন গুণী অভিনেতার সমন্বয়ে তৈরি এই ছবির অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন:

  • কৌশিক গঙ্গোপাধ্যায়,
  • পরমব্রত চট্টোপাধ্যায়,
  • ফাল্গুনী চট্টোপাধ্যায়,
  • কৌশিক সেন,
  • অনির্বাণ চক্রবর্তী,
  • রাহুল বন্দ্যোপাধ্যায়,
  • অনন্যা চট্টোপাধ্যায়,
  • সৌরসেনী মৈত্র,
  • কাঞ্চন মল্লিক,
  • ঋত্বিক চক্রবর্তী,
  • অর্জুন চক্রবর্তী,
  • সুহত্র মুখোপাধ্যায়,
  • কৌশিক কর,
  • সামিউল আলম

গল্পের ভিত্তি ও বৈচিত্র্য

এই ছবির কাহিনী আংশিকভাবে অনুপ্রাণিত “এক রুকা হুয়া ফয়সলা” নাটক এবং চলচ্চিত্র থেকে। সৃজিতের এই রূপান্তরিত গল্পে সমাজের বিভিন্ন স্তর, রাজনৈতিক মতাদর্শ, এবং যৌন পরিচয়ের বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি চরিত্র সমাজের একটি নির্দিষ্ট বিষয়কে প্রতিনিধিত্ব করে।

এই চলচ্চিত্রটির মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন এক গভীর এবং চিন্তাশীল আখ্যান, যা আমাদের সমাজের নানা দিককে প্রশ্ন করবে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!