অম্বিকা কুণ্ড
কলকাতা, ২৪শে আগস্ট ২০২৪
আর কিছুদিনের মধ্যেই জন্মাষ্টমী। আগামী ২৬ শে আগস্ট সোমবার জন্মাষ্টমী পালিত হবে গোটা দেশে।
এই জন্মাষ্টমী হিন্দু শাস্ত্র মতে ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে পালিত হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে এই পৃথিবীতে এবং তার আবির্ভাব তিথিকেই জন্মাষ্টমী রূপে পালন করা হয়। এই দিনটি হিন্দু ও বৈষ্ণব ধর্মে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এবছর জন্মাষ্টমী তিথি পড়েছে ২৬ শে আগস্ট সোমবার রাত ৩টা ৪০ মিনিট থেকে বেলা ২টা ৪০ মিনিট পর্যন্ত।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মকে ঘিরে রয়েছে নানান গল্প

কথিত রয়েছে দ্বাপর যুগে যখন পৃথিবীতে অরাজকতা অত্যাচার নিপীড়ন চরম পর্যায়ে পৌঁছেছিল ঠিক এমন সময় ভগবান বিষ্ণু, তার অষ্টম অবতার করেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে। তিনি জন্মগ্রহণ করেন মথুরার রাজা কংসের কারাগারে। মাতা দেবকী এবং পিতা বাসুদেব এর অষ্টম সন্তান রূপে। রাজা কংস ছিলেন শ্রীকৃষ্ণের মামা। মামা কংসের আক্রোশ থেকে দেবকী নন্দনকে বাঁচাতে পিতা বাসুদেব তাকে যমুনা পার করে মাতা যশোদা এবং পিতা নন্দরাজের কাছে রেখে আসেন।
জন্মাষ্টমী পালন পদ্ধতি

এদিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস করে হরিনাম সংকীর্তন এবং কৃষ্ণলীলা দর্শন করে মধ্যরাতে শ্রীকৃষ্ণের ছোট ছোট মূর্তিকে স্নান করিয়ে পরিষ্কার নতুন বস্ত্র পরিধান করানো হয়। তাকে ঘরের তৈরি মাখন, দুধ, দই ও অন্যান্য মিষ্টি দিয়ে পুজো করা হয়।