দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

‘ভারতীয় সিনেমার স্তম্ভ…’ শ্যাম বেনেগলের প্রয়াণে শোকপ্রকাশ মোদি-মমতার, শোকাহত বলিউড

শ্যাম বেনেগালের প্রয়াণে শোকস্তব্ধ জাতি: ভারতীয় সিনেমার এক সোনালী অধ্যায়ের অবসান

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা গভীর শোক প্রকাশ করেছেন। ভারতীয় সিনেমার এই কিংবদন্তি পরিচালকের মৃত্যুতে এক নতুন যুগের অবসান ঘটেছে। তাঁর সৃষ্টিশীলতার মাধ্যমে শ্যাম বেনেগাল নতুন ধারার সিনেমার সূচনা করেছিলেন, যা পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা এবং দর্শকদের জন্য প্রেরণা হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী মোদী এক্স (পূর্বে টুইটার)-এ তাঁর শোকবার্তায় লেখেন, “শ্রী শ্যাম বেনেগাল জির প্রয়াণে গভীর শোকাহত। তাঁর অসাধারণ গল্প বলার ক্ষমতা ভারতীয় সিনেমায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। তাঁর কাজ প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।” প্রধানমন্ত্রীর এই বার্তা বেনেগালের সৃষ্টিশীলতার প্রভাব এবং তাঁর সময়ের গণ্ডি ছাড়িয়ে যাওয়ার ক্ষমতার কথা স্পষ্ট করে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর শোকবার্তায় লেখেন, “শ্রী শ্যাম বেনেগালের প্রয়াণ ভারতীয় সিনেমা এবং টেলিভিশনের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটিয়েছে। তিনি নতুন ধারার সিনেমার জন্ম দিয়েছেন এবং বহু ক্লাসিক তৈরি করেছেন। একটি প্রতিষ্ঠান স্বরূপ, তিনি বহু অভিনেতা ও শিল্পীকে গড়ে তুলেছিলেন। দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মভূষণ সহ তাঁর অসাধারণ অবদান বিভিন্ন সম্মানের মাধ্যমে স্বীকৃত হয়েছে। তাঁর পরিবার এবং অসংখ্য অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় লেখেন, “শ্যাম বেনেগালের মৃত্যুতে আমরা এক অনন্য চলচ্চিত্র পরিচালককে হারালাম। ভারতীয় সমান্তরাল সিনেমার অন্যতম স্তম্ভ হিসেবে তিনি আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব, এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।”

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস বলেন, শ্যাম বেনেগালের মৃত্যুর মধ্য দিয়ে ভারতীয় সিনেমা একটি অমূল্য রত্নকে হারিয়েছে। তিনি বলেন, “পরিচালক হিসেবে বেনেগাল সাহসী ও সামাজিকভাবে প্রাসঙ্গিক চলচ্চিত্র তৈরি করে ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করেছেন। তাঁর মতো মেধাবী পরিচালকের কাজ আমাদের ভবিষ্যতের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।”

এক্স প্রোফাইলে শোকপ্রকাশ করে শশী থারুর বলেছেন –

বলিউড অভিনেতা অক্ষয় কুমারও শ্যাম বেনেগালের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। এক্স-এ (পূর্বে টুইটার) তিনি লেখেন, “অত্যন্ত ব্যথিত শ্যাম বেনেগালের মৃত্যু সংবাদ পেয়ে। আমাদের দেশের অন্যতম দক্ষ পরিচালক ছিলেন তিনি। উনি ভারতীয় চলচ্চিত্রের লেজেন্ড। ওম শান্তি।”

শ্যাম বেনেগালের মতো একজন চলচ্চিত্র নির্মাতা ভারতীয় সিনেমার জগতে আর কখনও আসবেন না। তাঁর সৃষ্টি, যেমন “অঙ্কুর,” “মন্থন,” “মণ্ডী,” এবং “জুনুন,” সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু চলচ্চিত্র নির্মাণই করেননি, বরং বহু প্রতিভাধর অভিনেতা ও প্রযুক্তিবিদদের জন্য মঞ্চ প্রস্তুত করেছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!