দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

শুভক্ষণ: কন্যাসন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক

শুভক্ষণ: কন্যাসন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের পরিবারে এলো নতুন সদস্য। শনিবার সকালে, কোয়েল ও তাঁর প্রযোজক স্বামী নিসপাল সিং রানে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্মের সুখবরটি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এদিন তাঁরা জানিয়েছেন, তাঁদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। এই খবরে মল্লিক ও রানে পরিবার ছাড়াও খুশির হাওয়া টলিউড ইন্ডাস্ট্রিতেও।

কোয়েল ও নিসপাল ইতিমধ্যেই এক পুত্রসন্তানের বাবা-মা। দুর্গাপুজোর আগেই কোয়েল দ্বিতীয়বার মা হওয়ার সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। স্বামী নিসপাল ও পুত্র কবীরের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘পরিবার বড় হতে চলেছে। শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পালন করবে।’ সেই থেকে শুরু হয়েছিল ভক্তদের অধীর প্রতীক্ষা। অবশেষে শনিবার সেই প্রতীক্ষার অবসান ঘটল।

শোনা যাচ্ছে, মা ও কন্যা উভয়েই সুস্থ রয়েছেন। এই আনন্দ সংবাদে মল্লিক এবং রানে পরিবারের সদস্যরা আপ্লুত। খুশির জোয়ার বয়ে গিয়েছে টলিউডের সহকর্মীদের মধ্যেও। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিৎ, মিমি চক্রবর্তী, ইশা সাহা এবং ঐন্দ্রিলা সেন কোয়েল ও সদ্যজাত কন্যাকে শুভেচ্ছা জানিয়েছেন।

মা হওয়ার আনন্দে ভাসছেন কোয়েল। ভক্তরা অপেক্ষায় রয়েছেন, কবে অভিনেত্রী নিজের মেয়ের প্রথম ঝলক প্রকাশ করবেন। আপাতত মল্লিক ও রানে পরিবারে খুশির আমেজ, আর সেই খুশি ভাগ করে নিচ্ছে গোটা টলিপাড়া।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!