দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

শীতের সাজগোজে ফ্যাশনেবল গয়নার সেরা বাছাই

শীতের সাজগোজে ফ্যাশনেবল গয়নার সেরা বাছাই

ঋতু বদলালেই বদলে যায় ফ্যাশনের ধাঁচ। শীতকাল মানেই ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন পোশাক আর স্টাইল নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষার সময়। তবে স্টাইলিশ পোশাকের সঙ্গে মানানসই গয়না বেছে নিতে পারলে আপনার ব্যক্তিত্ব হয়ে উঠতে পারে আরও আকর্ষণীয়। চলুন জেনে নেওয়া যাক শীতের সাজে কোন কোন গয়না আপনাকে সবচেয়ে ভালো মানাবে।

১) ক্লাসিক পেনডেন্ট

হালফ্যাশনে ক্লাসিক পেনডেন্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের হ্যান্ডমেড পেনডেন্ট, যেমন সিলভার, কাঠ বা তামার তৈরি, শীতকালীন পোশাকের সঙ্গে দুর্দান্ত মানায়। শাড়ি, লং জ্যাকেট বা হাইনেক টপের উপর ক্লাসিক পেনডেন্ট আপনার লুককে এক নতুন মাত্রা দেবে।

শীতের সাজগোজে ফ্যাশনেবল গয়নার সেরা বাছাই

২) মুক্তোর গয়না

শীতকাল মানেই পার্টি, গেট টুগেদার এবং বিয়ের মৌসুম। জমকালো ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে মুক্তোর গয়না যোগ করলে সাজে আভিজাত্য আসে। ছোট মুক্তোর দুল, লম্বা মালা বা ব্রেসলেট—সবই শীতের সাজে রাজকীয়তা যোগ করে।

শীতের সাজগোজে ফ্যাশনেবল গয়নার সেরা বাছাই

৩) ফিউশন হাঁসুলি

হাঁসুলি গয়না বরাবরই জনপ্রিয়, আর এখন তাতে যোগ হয়েছে ফিউশন ডিজাইন। শাড়ি, কুর্তি কিংবা উলেন পোশাকের সঙ্গে আধুনিক হাঁসুলি দারুণ মানায়। শীতের আউটফিটের সঙ্গে এটি আপনার পুরো লুককে পূর্ণতা দেবে।

শীতের সাজগোজে ফ্যাশনেবল গয়নার সেরা বাছাই

৪) চোকারের হাল ফ্যাশন

নব্বইয়ের দশকের প্রিয় গয়না চোকার আবার ফিরে এসেছে। লং জ্যাকেট বা স্রাগসের মতো পোশাকের সঙ্গে সিলভার, অক্সিডাইজড বা কাপড়ের তৈরি চোকার অসাধারণ মানায়। গলায় আঁটসাঁট থাকা এই গয়নাগুলো শীতের স্টাইলকে একেবারে নতুন মাত্রা দেয়।

শীতের সাজগোজে ফ্যাশনেবল গয়নার সেরা বাছাই

৫) লম্বা দুল

এক দশকেরও বেশি সময় ধরে লম্বা ঝুলের কানের দুল ফ্যাশনে আধিপত্য করছে। বিয়েবাড়িতে শাড়ি বা শালের সঙ্গে বড় আকৃতির দুল একদম মানানসই। সাজের একমাত্র অনুষঙ্গ হিসেবে এই ধরনের দুল আপনাকে আরও নজরকাড়া করে তুলবে।

শীতের সাজগোজে ফ্যাশনেবল গয়নার সেরা বাছাই
Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!