দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

শীতের রাতে কড়া নজরদারি: কলকাতায় নাকা চেকিং অভিযানে পুলিশের বিশেষ ব্যবস্থা

শীতের রাতে কড়া নজরদারি: কলকাতায় নাকা চেকিং অভিযানে পুলিশের বিশেষ ব্যবস্থা

শীতের রাতে শহরের রাস্তায় বাড়তি সতর্কতা! মদ্যপ চালকদের দৌরাত্ম্য রুখতে কলকাতা পুলিশের কড়া পদক্ষেপ। রাতভর দু’‌দফায় নাকা চেকিংয়ের নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মা। সূত্রের খবর, ইএম বাইপাস, উল্টোডাঙা, বেলেঘাটা, তিলজলা, কসবা এবং গড়িয়া এলাকায় পুলিশের কড়া নজরদারি চালানো হবে। শহরের রাজপথে আইনশৃঙ্খলা বজায় রাখতে পথচারী এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ।

কেন এই বিশেষ অভিযান?
সম্প্রতি ক্যামাক স্ট্রিট, ব্র্যাবোর্ন রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো এলাকায় মদ্যপ গাড়িচালকদের বেপরোয়া কার্যকলাপে নিগৃহীত হন পুলিশ আধিকারিকরাও। মাত্র ছ’‌মাসে এমন একাধিক ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। সেই কারণেই কমিশনার মনোজ কুমার ভার্মা কড়া নির্দেশ দেন, রাতে দুটি আলাদা সময়— রাত ৮টা থেকে ১০টা এবং ১২টা থেকে ২টো পর্যন্ত ব্রেথ অ্যানালাইজারের মাধ্যমে চালকদের পরীক্ষা করা হবে। শ্বাস পরীক্ষার মাধ্যমে মদ্যপ চালকদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

দু’দফা চেকিং, বাড়তি পুলিশি নিরাপত্তা
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে থাকবে অতিরিক্ত পুলিশ ফোর্স। ইএম বাইপাস এবং সংলগ্ন এলাকার প্রতিটি ট্রাফিক গার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতার সাউথ ইস্ট ট্রাফিক গার্ড, জেমস লং ট্রাফিক গার্ড এবং ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ড এলাকাতেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। মোটরবাইক চালকদের ক্ষেত্রেও এই চেকিং প্রযোজ্য হবে।

নিরাপত্তার কড়া বার্তা
আগামী বড়দিন এবং বর্ষবরণের রাতে রাস্তায় জনস্রোত নামার সম্ভাবনা রয়েছে। তাই বড়দিনের ১২ দিন আগেই শুরু হয়েছে এই বিশেষ অভিযান। কলকাতা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর চেষ্টা করলেই গ্রেফতার করা হবে। সরকারি কর্মীদের নিগ্রহ করার অভিযোগে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট নির্দেশ দিয়েছেন নগরপাল।

কলকাতার রাজপথে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং মদ্যপ চালকদের দাপট রুখতে পুলিশের এই অভিযান যে বেশ কার্যকর হতে চলেছে, তাতে কোনও সন্দেহ নেই। শীতের রাতে এই কড়া পদক্ষেপ জনসাধারণের নিরাপত্তা আরও জোরদার করবে বলেই আশা করা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!