দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

শীতের আমেজে পর্যটকের ঢল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে

শীতের আমেজে পর্যটকের ঢল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে

শীত নামতেই বাঙালির মন যেন মুক্ত পাখি! প্রকৃতির ডাকে সাড়া দিতে একাংশের গন্তব্য এবারও পুরুলিয়া। শীতের আগমনের সঙ্গে সঙ্গেই জেলার অযোধ্যা পাহাড়ে ভিড় জমাচ্ছেন ভ্রমণপিপাসুরা। শুধু পশ্চিমবঙ্গ নয়, আশপাশের রাজ্য থেকেও পর্যটকেরা ভিড় করছেন এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অঞ্চলে।

পুরুলিয়ার তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে আসার সঙ্গে সঙ্গে পাহাড়-জঙ্গল ঘেরা পরিবেশে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। অযোধ্যা পাহাড়ের মতো পর্যটনস্থলগুলোতে ইতিমধ্যেই উপচে পড়ছে ভিড়। আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক, উসুল ডুংরি, পাখিপাহাড়— প্রতিটি স্থানে পর্যটকেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত।

শীতের আমেজে পর্যটকের ঢল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে

শীতকালে হিমেল হাওয়ার মাঝে কুয়াশার চাদরে মোড়া অযোধ্যা পাহাড় যেন পর্যটকদের হৃদয়ে নতুন আবেগের জন্ম দিচ্ছে। শহর পুরুলিয়া থেকে শুরু করে অযোধ্যা পাহাড়ের প্রতিটি হোটেল পর্যটকে ঠাসা। পরিবহণ থেকে শুরু করে খাবার, পর্যটনের সঙ্গে যুক্ত প্রতিটি ব্যবসাতেই রমরমা অবস্থা।

জেলার পর্যটনস্থলগুলোতে পর্যটকদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে পুলিস মোতায়েন রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তাঘাট এবং পানীয়জলের ব্যবস্থা রাখা হয়েছে। জেলা পরিষদ সভাধিপতি নিবেদিতা মাহাতো জানিয়েছেন, পর্যটকদের সুবিধার্থে প্রতিটি বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

অযোধ্যা পাহাড়ের সবুজে মোড়া শান্ত প্রকৃতি ও ঠান্ডা হাওয়া ভ্রমণপিপাসুদের মনে যেন শীতের এক নতুন আনন্দের স্বাদ এনে দিয়েছে। শীতের এই বিশেষ মরসুমে পুরুলিয়ার পর্যটন যেন আরও একবার তার জৌলুস ফিরে পেয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!