সাম্প্রতিককালে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবির পোস্টার প্রকাশিত হতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলের মুখে পড়েন তিনি। একইভাবে শোয়ের ঘোষণা করেও নানান শিল্পী, বিশেষত সঙ্গীতশিল্পীরা পড়ছেন সমালোচনার মুখে। এই পরিস্থিতিতে শিল্পীদের হয়ে মুখ খুললেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা শিলাজিত্। তাঁর প্রশ্ন, “শিল্পীরা যদি কাজ না করেন, অভিনয় না করেন, তাহলে তাদের পেট চলবে কী করে?” শিলাজিতের এই বক্তব্যকে সমর্থন করে দেবও সেই ভিডিয়োটি শেয়ার করেছেন।
ভিডিওতে শিলাজিত বলেন, “আমরা শিল্পীরা, গায়ক, অভিনেতারা যখন নিজেদের কাজের কথা জানাই, তখন দেখি অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। কিন্তু আমাদেরও একটা পেশা আছে। যেমন একজন চাষী চাষ করে, একজন রাজনীতিবিদ রাজনীতি করেন, একজন ইঞ্জিনিয়ার কাজ করেন, আমরাও আমাদের পেশা অনুযায়ী কাজ করি। অভিনয়, গান এগুলো আমাদের রুটি-রুজির মাধ্যম। আমাদেরও সংসার চালানোর জন্য এই কাজ করতে হয়। কিন্তু যখন আমরা শো বা সিনেমার পোস্টার শেয়ার করি, তখন কেন এত ট্রোলিং? স্বস্তিকা তাঁর পরবর্তী ছবির পোস্টার শেয়ার করেছেন, কৌশিক গাঙ্গুলি সিনেমা তৈরির কথা জানিয়েছেন, লোপামুদ্রা বা শ্রীকান্ত শোয়ের কথা বলেছেন, সবার ক্ষেত্রেই ট্রোল হচ্ছে। কেন?”
শিল্পীদের প্রতি এই ধরনের সমালোচনা নিয়ে শিলাজিত আরও বলেন, “ট্রোলাররা তো ট্রোল করবেই, সেটা তাদের কাজ। কিন্তু আমাদের শ্রোতা, দর্শকরা কেন এই বিষয়টি বুঝতে চাইছেন না? আমরাও ঠিক আপনাদের মতোই পেশাদার। আমাদেরও জীবনযাপন করার প্রয়োজন আছে। আমরা শো করি, সিনেমা বানাই, গান গাই—এগুলো আমাদের কাজ। কিন্তু যখনই আমরা কিছু জানাতে যাই, তখন অনেকেই না বুঝে ট্রোল করছেন। এটা কি ঠিক?”
শিলাজিত তার কনসার্টের প্রসঙ্গ তুলে বলেন, “১৪ তারিখ আমাদের একটা শো আছে। এটা ২ তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু মানসিক পরিস্থিতির কারণে করতে পারিনি। সবাই জানে, কেন আমরা সেটা করতে পারিনি। আমার বাবার মৃত্যুর পরের দিনও আমি শো করেছি, কিন্তু তিলোত্তমার ক্ষেত্রে পারিনি। কারণ প্রবুদ্ধ, নবারুণও পারেনি। আমরা পথে নেমে স্লোগান দিয়েছি, কিন্তু আমাদের পেট তো শো করেই চলবে। কেউ যদি না খেয়ে থাকে, তবে কি সে প্রকৃত কবি? এভাবে তো কবি হওয়া যায় না। আমরা আমাদের পেশা করি, সেই পেশা আমাদের চলার পথ।”
শিল্পীর এই মন্তব্যের শেষে তিনি বলেন, “আপনারা যেমন নিউজের মাঝে বিজ্ঞাপন দেখেন, কারণ সেটা ছাড়া নিউজও চলবে না, তেমনি আমাদেরও আমাদের কাজ করতে হবে, শো করতে হবে। না বুঝে দয়া করে ট্রোল করবেন না।”
শিল্পী সমাজের এই বক্তব্যকে সমর্থন করে শিলাজিতের ভিডিয়োটি শেয়ার করেছেন দেব।