দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

শাহরুখ খানের ক্যারিশমায় মাত দিল্লির বিয়েবাড়ি! পারফরম্যান্সের জন্য কত পারিশ্রমিক নিলেন কিং খান?

শাহরুখ খানের ক্যারিশমায় মাত দিল্লির বিয়েবাড়ি! পারফরম্যান্সের জন্য কত পারিশ্রমিক নিলেন কিং খান?

শাহরুখ খান মানেই জাদু, ক্যারিশমা আর বিনোদনের ঝড়। সম্প্রতি এমনই এক ঝড় বয়ে গেল দিল্লির একটি বিয়েবাড়িতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছে শাহরুখকে স্টেজ মাতাতে। কখনও ‘ঝুমে জো পাঠান’ গানে নাচ, কখনও বা ‘জব তক হ্যায় জান’ ছবির বিখ্যাত ডায়লগ বলে উপস্থিত সকলকে মুগ্ধ করতে দেখা যায় তাঁকে। এমনকি নতুন বর-কনের সঙ্গে মঞ্চে মিষ্টি মুহূর্তও ভাগ করে নেন তিনি। আর এতসবের জন্য কিং খান কত পারিশ্রমিক নিলেন, তা নিয়েই এখন তুমুল কৌতূহল।

কী ঘটেছে?

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, দিল্লির একটি বিয়েবাড়িতে উপস্থিত ছিলেন শাহরুখ খান। কখনও গানের তালে নাচছেন, কখনও কনের সৌন্দর্যের প্রশংসা করছেন। এমনকি নবদম্পতিকে স্টেজে রোম্যান্স করতে দেখে নিজে গিয়েই তাঁদের আলিঙ্গন করেন শাহরুখ। বিয়েবাড়ির অতিথিদের সাথে একে একে ছবি তোলা থেকে শুরু করে স্টেজে পারফরম্যান্স— সব কিছুতেই যেন জাদু ছড়াচ্ছিলেন বলিউডের “বাদশা”।

কিন্তু প্রশ্ন একটাই— এসবের জন্য কত পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ? কারণ, সাধারণত এই ধরনের পারফরম্যান্সের জন্য সেলেব্রিটিরা বড় অঙ্কের টাকা নিয়ে থাকেন। তবে এই প্রশ্নের জবাব বেশ কৌশলে দিয়েছেন বিয়ের কনের মেকআপ আর্টিস্ট অমৃত কৌর।

মেকআপ আর্টিস্ট কী বললেন?

অমৃত কৌর, যিনি বিয়ের দিন কনেকে সাজিয়েছিলেন, নিজের ইনস্টাগ্রাম পোস্টে শাহরুখের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন। তিনি লেখেন, “শাহরুখ খান, আপনি আমার দিনটিকে আরও বিশেষ করে তুলেছেন। আপনি যেভাবে আমার সাজানো কনের সৌন্দর্যের প্রশংসা করেছেন, তাতে আমি আপ্লুত। আমার কঠোর পরিশ্রম সার্থক হয়েছে।”

এই পোস্টে এক ব্যক্তি প্রশ্ন করেন, “শাহরুখ পারফরম্যান্সের জন্য কত টাকা নিয়েছেন?” উত্তরে অমৃত জানান, “তিনি পরিবারের বন্ধু।” যদিও তিনি স্পষ্ট করেননি যে শাহরুখ বরপক্ষের অতিথি ছিলেন নাকি কনেপক্ষের।

অন্য একজন জিজ্ঞাসা করেন, “শাহরুখ কি অতিথি হিসেবে গিয়েছিলেন নাকি পারফর্ম করতে গিয়েছিলেন?” এর জবাবে অমৃত লেখেন, “স্টেজে পারফর্ম করছেন, সেটাই তো দেখা যাচ্ছে।” অর্থাৎ শাহরুখ শুধু অতিথি হিসেবে নয়, অনুষ্ঠানের মঞ্চও মাতিয়েছিলেন।

পারফরম্যান্সের জন্য কত পারিশ্রমিক?

বিয়েবাড়িতে শাহরুখের উপস্থিতি এবং তাঁর স্টেজ পারফরম্যান্স নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। সাধারণত, বড় সেলিব্রিটিরা এমন ইভেন্টে অংশ নিতে বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে, এই ক্ষেত্রে শাহরুখ কোনও পারিশ্রমিক নিয়েছেন কি না, বা নিলে কত নিয়েছেন, তা স্পষ্টভাবে জানা যায়নি। মেকআপ আর্টিস্টের “পরিবারের বন্ধু” মন্তব্য থেকে অনেকেই ধারণা করছেন যে, হয়তো এটি পারিবারিক নিমন্ত্রণেই তিনি উপস্থিত ছিলেন।

শাহরুখ খান যেখানেই যান, সেখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। দিল্লির এই বিয়েবাড়িও তার ব্যতিক্রম নয়। নিজের ক্যারিশমা, ডায়লগ এবং অনবদ্য উপস্থিতি দিয়ে তিনি মুগ্ধ করেছেন অতিথিদের। পারফরম্যান্সের জন্য তিনি কত টাকা নিয়েছেন তা নিয়ে জল্পনা থামছেই না, তবে অনেকেই মনে করছেন, এই সফরটি হয়তো নিছক বন্ধুত্বপূর্ণ নিমন্ত্রণেই হয়েছে। আর কিং খান যেখানে থাকেন, সেখানেই তো উৎসব।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!