দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

শালীনতার প্রতিমূর্তি: প্রয়াত মনমোহন সিংহকে স্মরণে অনুপম খের

শালীনতার প্রতিমূর্তি: প্রয়াত মনমোহন সিংহকে স্মরণে অনুপম খের

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। একাধিক বিতর্কিত সিদ্ধান্তের জন্য মনমোহন সিংহ সমালোচিত হলেও, মানুষ হিসেবে তিনি ছিলেন সম্পূর্ণ বিনয়ী ও অনাড়ম্বর। তাঁর এই বিশেষ গুণাবলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অনুপম।

২০১৭ সালের মাঝামাঝি থেকে ২০১৯ পর্যন্ত ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবির শুটিংয়ের জন্য মনমোহন সিংহের চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি তাঁর জীবনের গভীর এক অধ্যায়ে প্রবেশ করেছিলেন। এক জন মানুষের ভূমিকায় দেড় বছর ধরে বাস করা সহজ নয়, কিন্তু সেই অভিজ্ঞতাই তাঁকে মনমোহন সিংহকে গভীরভাবে জানতে সাহায্য করেছে। তিনি বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রীর পদক্ষেপ কখনও কখনও বিতর্কিত ছিল। কিন্তু মানুষটি কোনওভাবেই বিতর্কিত ছিলেন না। বরং তিনি ছিলেন বিনয়ী, শালীন এবং ধৈর্যশীল।”

সশরীরে শেষকৃত্যে উপস্থিত থাকতে না পারার কষ্ট ভিডিয়োবার্তায় প্রকাশ করেছেন অনুপম। তিনি জানান, মনমোহন সিংহের মতো মিতভাষী ও ভদ্র ব্যক্তিদের প্রকৃত শক্তি তাঁদের ধৈর্য ও শালীনতাতেই নিহিত। আজকের দিনে এমন গুণাবলীর মূল্যায়ন খুবই বিরল।

মনমোহন সিংহকে উপলব্ধি করার সময় অনুপম তাঁর চরিত্রের অনেক বৈশিষ্ট্য নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করেছেন। তিনি বিশ্বাস করেন, এই গুণগুলো তাঁকে একজন ভালো মানুষ ও অভিনেতা হিসেবে আরও সমৃদ্ধ করেছে। নীল পাগড়ি শোভিত মৃদু হাসির সেই মানুষটিকে অনুপম চিরকাল স্মরণে রাখবেন।-

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!