ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহের প্রয়াণের কারণে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’ এর টিজারের মুক্তি স্থগিত করা হয়েছে। যে টিজারটি ২৭ ডিসেম্বর, ১১:০৭ AM এ মুক্তি পাওয়ার কথা ছিল, তা এখন ২৮ ডিসেম্বর, একই সময়ে মুক্তি পাবে।
In light of the passing of our esteemed former Prime Minister Manmohan Singh Ji, we regret to announce that the release of the Sikandar teaser has been postponed to 28th December 11:07 AM. Our thoughts are with the nation during this time of mourning. Thank you for understanding.…
— Nadiadwala Grandson (@NGEMovies) December 27, 2024
ডঃ মনমোহন সিংহ ২৬ ডিসেম্বর ২০২৪ সালে ৯২ বছর বয়সে বয়সজনিত শারীরিক জটিলতায় মৃত্যুবরণ করেন। তিনি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এ চিকিৎসাধীন ছিলেন এবং মৃত্যুর আগ মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, “প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিংহের প্রয়াণের বিষয়টি গভীর শোকের সঙ্গে জানানো হচ্ছে। তিনি ২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ৯:৫১ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।”
১৯৯১ সালে ভারতের অর্থনৈতিক সংস্কারের পথপ্রদর্শক ডঃ মনমোহন সিংহ ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর শান্ত, কৌশলী এবং দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের জন্য তিনি রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক শ্রদ্ধার পাত্র ছিলেন।