শান্তিনিকেতনে পৌষমেলা, যা বাউল গান, একতারা এবং মেঠো সুরের জন্য বিখ্যাত, এবার তার ঐতিহ্যকে আবার নতুন করে জাগ্রত করছে। পূর্বপল্লির মাঠে মেলার আয়োজন শুরু হয়ে গেছে, তবে এই বছর বাংলাদেশের কোনও স্টল মেলায় থাকছে না। প্রতিবেশী দেশের প্রতি অত্যাচারের অভিযোগ এবং সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়ন সহ নানা সমস্যার কারণে, বাংলাদেশের অংশগ্রহণ নেই। এই পরিস্থিতিতে, দুই দেশের সম্পর্কের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং পৌষমেলা এবার আন্তর্জাতিক তকমা হারাচ্ছে।

শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার জানিয়েছেন, “বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে, যার কারণে তারা মেলায় অংশগ্রহণ করতে পারেনি।” তিনি আরও বলেন, “এছাড়া, নেপাল ও ভুটানের স্টলও এ বছর মেলায় আসছে না। এটি খুবই দুঃখের বিষয়, তবে পরিস্থিতি মেনে নিতে হবে।”

পৌষমেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ভ্রমর ভাণ্ডারী এ নিয়ে বলেছেন, “বিদেশ থেকে স্টল আসলে আমরা আরও খুশি হতাম, তবে পররাষ্ট্র নীতির কারণে হয়তো এটি সম্ভব হয়নি। আশা করছি পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে।”

করোনা মহামারির কারণে ২০২০ সাল থেকে পৌষমেলা বন্ধ ছিল। পরবর্তী সময়ে রাজ্য সরকারের সঙ্গে বিশ্বভারতীর উপাচার্যের দ্বন্দ্বের কারণে মেলার আয়োজন হয়নি। কিন্তু এবার পাঁচ বছর পর পূর্বপল্লির মাঠে মেলা আয়োজন করতে চলেছে বিশ্বভারতী। ২৩ ডিসেম্বর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।