দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

শর্মিলা ঠাকুরের ৮০তম জন্মদিন উদযাপন: সাইফ আলি খান, কারিনা কাপুর খান, সারা আলি খান, সোহা, ও শিশুদের সঙ্গে ঘরোয়া লাঞ্চ

শর্মিলা ঠাকুরের ৮০তম জন্মদিন উদযাপন: সাইফ আলি খান, কারিনা কাপুর খান, সারা আলি খান, সোহা, ও শিশুদের সঙ্গে ঘরোয়া লাঞ্চ

প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর ৮ই ডিসেম্বর ৮০ বছরে পা দিলেন। তাঁর এই বিশেষ দিনটি উদযাপন করতে পরিবারের সদস্যরা একত্রিত হন। উপস্থিত ছিলেন সাইফ আলি খান, কারিনা কাপুর খান, সোহা আলি খান, কুনাল খেমু, এবং সারা আলি খান। সারা আলি খান ইনস্টাগ্রামে এই ঘরোয়া উদযাপনের কিছু সুন্দর মুহূর্ত ভাগ করে নিয়েছেন।

একটি হৃদয়গ্রাহী ভিডিওতে দেখা যায়, পরিবারের সবাই মিলে শর্মিলা ঠাকুরকে জন্মদিনের গান গেয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, আর তিনি কেক কাটছেন। একটি মজার মুহূর্ত তৈরি হয় যখন ইনায়া তাকে একটি বড় ছুরি দেয়, যা দেখে শর্মিলা ঠাকুর অবাক হয়ে হাসতে থাকেন।

সারা আলি খান তাঁর দাদিকে (ঠাকুরমা) উদ্দেশ্য করে একটি আবেগপূর্ণ শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি শর্মিলা ঠাকুরকে “আমাদের পরিবারের গর্ব” বলে অভিহিত করেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে সারা, শর্মিলা, কারিনা, এবং সাইফের সঙ্গে পোজ দিচ্ছেন। বরাবরের মতো, ছবিতে সাইফ তাঁর মজার অভিব্যক্তি দিয়ে আলাদাভাবে নজর কাড়েন।

সোহা আলি খানও ইনস্টাগ্রামে উদযাপনের কিছু ঝলক ভাগ করে নেন। একটি ছবিতে দেখা যায়, শর্মিলা একটি হাতে-তৈরি জন্মদিনের কার্ড ধরে আছেন, যা ইনায়া উপহার দিয়েছিল। আরেকটি ছবিতে দেখা যায়, সোহার কোলে বসে ছোট্ট জেহ মুখে মজার ভঙ্গি করছে। এমনকি, একটি ছবিতে শর্মিলা ঠাকুর মজারভাবে সোহা এবং কুনালের ছবিতে ফোটোবম্ব করেন। সোহা ছবিগুলোর ক্যাপশনে লেখেন, “পেট ভরেছে, আর হৃদয় আরও বেশি ভরেছে।”

শর্মিলার আরেক মেয়ে সাবা আলি খানও জন্মদিন উদযাপনের কিছু মুহূর্ত ভাগ করেন। তিনি শর্মিলার সঙ্গে পরিবারের সদস্যদের একাধিক ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে সাবা লেখেন, “আমার সুন্দরী মা। শুভ জন্মদিন। তোমাকে চাঁদ-তারারও ওপরে ভালোবাসি। সবসময় সুস্থ থেকো এবং ভালো মেজাজে থেকো।”

দিনের শুরুতে, শাশুড়ি শর্মিলার জন্য কারিনা কাপুর খান একটি সুন্দর শুভেচ্ছাবার্তা পোস্ট করেন। ইনস্টাগ্রামে তিনি শর্মিলার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, “সবচেয়ে কুল গ্যাংস্টা কে? বলতে হবে? আমার শাশুড়ি। জন্মদিনে শুভেচ্ছা। তুমি সেরা।”

শর্মিলা ঠাকুরের জন্য সারাও একটি ঘরোয়া লাঞ্চের আয়োজন করেন। ছবিগুলোতে দেখা যায়, পরিবারটি একটি বড় টেবিল ঘিরে বসে আছে, হাসি-আনন্দে সময় কাটাচ্ছে। একটি ছবিতে শর্মিলা ঠাকুর, সাইফ এবং সারা একসঙ্গে বসে ক্যামেরার দিকে হাত নাড়ছেন। আরও দেখা যায় কারিনা, কুনাল এবং ছোটরা—ইনায়া নৌমি খেমু ও জেহ আলি খান—যাঁরা একসঙ্গে ছবিতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শর্মিলা ঠাকুর বিখ্যাত ক্রিকেটার মনসুর আলি খান পাতৌদিকে বিয়ে করেন এবং তাঁদের তিন সন্তান—সাইফ, সোহা ও সাবা আলি খানের গর্বিত মা।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!