‘লাপাতা লেডিস’–সুপ্রিম কোর্টে প্রদর্শনের মাধ্যমে ইতিহাস তৈরি করলো।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান প্রযোজিত এবং তার সাবেক স্ত্রী কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিস’ নিয়ে এখনো আলোচনার ঝড় বয়ে চলেছে। শুক্রবার, ভারতের সুপ্রিম কোর্ট চত্বরে এই প্রশংসিত সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজে সিনেমাটি দেখেন। সুপ্রিম কোর্টের চত্বরে আচমকাই ভিড় জমে যায়, কারণ বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন খোদ আমির খান। তাকে স্বাগত জানানোর দায়িত্বে ছিলেন প্রধান বিচারপতি নিজেই।

শুক্রবার বিকেল ৪টা থেকে সুপ্রিম কোর্টের সি ব্লকের প্রেক্ষাগৃহে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যা মূলত শীর্ষ আদালতের বিচারপতি এবং তাদের পরিবারের জন্য ছিল। আমির খানের উপস্থিতিতে প্রধান বিচারপতি বলেন, “আমি চাই এখানে কোনো রকম ধাক্কাধাক্কি না হোক। আমির খান এখানে এসেছেন এবং কিরণ রাওও কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন।”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানায় যে, শীর্ষ আদালতের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। নারী-পুরুষের সমান অধিকারের প্রেক্ষাপটকে ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি শীর্ষ আদালতে প্রদর্শিত হয়েছে।

‘লাপাতা লেডিস’ সিনেমার গল্প গ্রামীণ ভারতের সাধারণ মানুষের জীবন এবং তাদের সাদামাটা দিনযাপনের উপর ভিত্তি করে নির্মিত। নববধূ অদলবদলের একটি মজাদার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই সিনেমার চিত্রনাট্য। সিনেমাপ্রেমীদের মন জয় করতে এই ছবি ইতিমধ্যেই সক্ষম হয়েছে।

কিরণ রাও বলেন, “লাপাতা লেডিস’ সুপ্রিম কোর্টে প্রদর্শিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। এই মুহূর্তটি আমার কাছে ইতিহাসের একটি বিশেষ অধ্যায় হয়ে থাকবে। আমি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রতি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, গত মার্চ মাসে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা মুক্তির পর থেকেই প্রচুর সাড়া ফেলেছিল। বিশেষ করে, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরই এটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। কিরণ রাও পরিচালিত এই সিনেমা বিশেষ করে গ্রামীণ ভারতের প্রেক্ষাপটে নির্মিত হওয়ায় তা দর্শকদের মন ছুঁয়ে গেছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!