দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

রোদ বিক্রির অভিনব উদ্যোগ: ‘সানলাইট অন ডিমান্ড’

রোদ বিক্রির অভিনব উদ্যোগ: ‘সানলাইট অন ডিমান্ড’

বিশ্বের অনেক দেশের মতো শীতের রাতে এক কাপ গরম চা আর রোদ পোহানোর ইচ্ছা অনেকেরই হয়ে থাকে। তবে, ক্যালিফোর্নিয়ার এক নতুন স্টার্টআপ সংস্থা এমন একটি প্রযুক্তি তৈরি করছে, যার মাধ্যমে মোবাইল ফোনে রোদ অর্ডার করা যাবে। শীতের রাতে কোনো একটি নির্দিষ্ট স্থানে সূর্যের আলো পৌঁছানোর এই বিশেষ প্রকল্পের কথা সম্প্রতি শেয়ার করেছেন বেন নোয়াক, যে সংস্থাটির প্রধান।

‘সানলাইট অন ডিমান্ড’ নামের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, কৃত্রিম উপগ্রহের সাহায্যে সূর্যের আলো রাতের বেলায় নির্দিষ্ট জায়গায় পৌঁছানো। বেন জানিয়েছেন, এই প্রকল্পে ৫৭টি কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হবে, যা পৃথিবী থেকে প্রায় ৩৭০ মাইল উপরে কক্ষপথে স্থাপন করা হবে। এসব উপগ্রহে থাকবে উচ্চ প্রতিফলন ক্ষমতাসম্পন্ন ৩৩ বর্গফুটের পলিয়েস্টার ফিল্মের ‘মাইলার’ দর্পণ, যা সূর্যাস্তের পরেও সূর্যের আলো পৃথিবীতে পাঠাতে সক্ষম হবে। পাশাপাশি, উপগ্রহগুলির মাধ্যমে আক্ষরিকভাবে সূর্যের রশ্মি কোন স্থানে পাঠানো হবে, তা নির্ধারণ করা যাবে।

এই প্রকল্পের মাধ্যমে বেন নোয়াক শুধুমাত্র রাতে সূর্যের আলো পৌঁছে দেওয়ার চিন্তা করছেন না, বরং সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করছেন। বর্তমানে সৌরশক্তি উৎপাদন বড় সমস্যা হচ্ছে রাতে সূর্যের আলো না থাকা। যদি সূর্য ডোবার পরেও সেই শক্তি সরবরাহ করা যায়, তবে সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলির কার্যক্ষমতা অনেক বাড়ানো সম্ভব হবে। প্রাথমিকভাবে বেনের সংস্থা লক্ষ্য করেছে, সূর্যাস্তের পর ৩০ মিনিটের জন্য সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলিতে রোদ পৌঁছানো।

বর্তমানে তারা পরীক্ষামূলকভাবে একটি গ্যাসবেলুনে আট ফুট বাই আট ফুটের একটি ‘মাইলার’ দর্পণ স্থাপন করে, সূর্যরশ্মি প্রায় ৮০০ ফুট দূরে থাকা সৌরপ্যানেলে প্রতিফলিত করেছে। পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক ছিল। প্রতি বর্গমিটার সৌরপ্যানেল থেকে প্রায় ৫০০ ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে।

বিপুল সম্ভাবনা রয়েছে এই প্রকল্পের মধ্যে, এবং বেন নোয়াক আশাবাদী যে আগামী বছরেই এটি কার্যকর হতে শুরু করবে। ইতিমধ্যে ৩০ হাজারেরও বেশি মানুষ এই প্রকল্পে অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। তবে, কক্ষপথে উপগ্রহ স্থাপন একটি ব্যয়বহুল প্রক্রিয়া, যা ভবিষ্যতে কমে আসবে বলে বেন আশা করছেন।

রোদ বিক্রির এই অভিনব উদ্যোগের মাধ্যমে সংস্থাটি পরবর্তী সময়ে লাভের মুখ দেখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!