দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

রেখার বিরল মন্তব্য: “যখন তিনি আমার সামনে দাঁড়ালেন…”

রেখার বিরল মন্তব্য: "যখন তিনি আমার সামনে দাঁড়ালেন..."

বলিউড অভিনেত্রী রেখা সম্প্রতি অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন, বিশেষ করে ১৯৭৯ সালে মুক্তি পাওয়া ছবির সুহাগ-এর একটি বিশেষ দৃশ্য নিয়ে। রেখা সম্প্রতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো-তে। সেখানে একজন ভক্ত তাঁকে প্রশ্ন করেছিলেন সুহাগ-এর জনপ্রিয় গান ‘ও শেরনওয়ালি’ নিয়ে।

গানটিতে মন্দিরে দাণ্ডিয়া নাচের দৃশ্যে রেখা ও অমিতাভ একসঙ্গে অভিনয় করেছিলেন। একজন ভক্ত রেখাকে প্রশ্ন করেন,
“আপনি তো দক্ষিণ ভারতের মানুষ। তবু, সুহাগ-এ দাণ্ডিয়া এত ভালো নাচলেন যে মনে হয়নি আপনি গুজরাটি নন। আপনি কীভাবে এত সুন্দরভাবে দাণ্ডিয়া শিখলেন?”

রেখা, যদিও সরাসরি অমিতাভ বচ্চনের নাম উল্লেখ করেননি, তিনি তাঁর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। রেখা উত্তর দেন,
“এইটা ভাবুন, যাঁর সঙ্গে দাণ্ডিয়া খেলছিলাম, তিনি কী অসাধারণ মানুষ! ভালো না করলে কীভাবে চলবে? দাণ্ডিয়া আসুক বা না আসুক, তাঁর মতো একজন মানুষের সামনে দাঁড়ালে শরীরের প্রতিটা অঙ্গ নিজে থেকেই নাচতে শুরু করে।”

সুহাগ ছবিটি পরিচালনা করেছিলেন মনমোহন দেশাই। এতে রেখা ও অমিতাভ ছাড়াও শশী কাপুর, পরভীন ববি, আমজাদ খান, নিরূপা রায়, কাজর খান এবং রঞ্জিতের মতো তারকারা ছিলেন। বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সুহাগ ১৯৭৯ সালের সর্বাধিক আয় করা চলচ্চিত্র ছিল।

এই পর্বে রেখা দারুণ সময় কাটান। কৃষ্ণা অভিষেক ও সুনীল গ্রোভার শাহরুখ খান ও সালমান খানের রূপে বিশেষ পারফর্মেন্সে রেখাকে হাসিতে মাতিয়ে তোলেন। একই সঙ্গে কিকু শারদা উমরাও জান-এর সাজে মঞ্চে আসেন। রেখা নিজেও গান গেয়ে ও নেচে দর্শকদের মন জয় করেন।

এখন এই বিশেষ পর্বটি নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!