আজকের দিনটা বিশেষ। কারণ, আজ থেকে ঠিক এক বছর আগে, ৩০ নভেম্বর, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ঘর আলো করে জন্ম নেয় তাঁদের ছোট্ট কন্যা ইয়ালিনি। দেখতে দেখতে ইয়ালিনি এক বছরের এক নতুন অধ্যায় শুরু করল। চক্রবর্তী পরিবারের খুশি যেন আজ আকাশ ছোঁয়া। রাজকন্যার প্রথম জন্মদিনের বিশেষ মুহূর্তে এলাহি আয়োজন থাকবে, এটাই স্বাভাবিক। তবে শুভশ্রী এই বিষয়ে বিশেষ কিছু না জানালেও সোশ্যাল মিডিয়ায় মেয়ের অদেখা কিছু ছবি শেয়ার করে প্রথম জন্মদিনের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
অদেখা মুহূর্তের ফ্রেমে মা-মেয়ের ভালবাসা
শুভশ্রী পোস্ট করেছেন কিছু অমূল্য মুহূর্ত। হাসপাতালের বেডে মেয়েকে প্রথমবার কোলে নেওয়ার সেই অনুভূতি থেকে ঠাম্মির কোলে ছোট্ট ইয়ালিনির মিষ্টি হাসি – সবই ধরা পড়েছে ছবিগুলোতে। দাদা ইউভাবনের কোলে ছোট্ট ইয়ালিনির সেই আদুরে মুহূর্তও ফ্রেমবন্দি হয়েছে। শুভশ্রী তাঁর পোস্টে লিখেছেন, “হ্যাপি বার্থডে টু মাই বিউটিফুল গার্ল।”
বাবার ভালোবাসায় মোড়ানো জন্মদিন
রাজ চক্রবর্তীও তাঁর রাজকন্যার প্রথম জন্মদিনে ভালোবাসার ছোঁয়া দিতে ভোলেননি। ইয়ালিনিকে কোলে নিয়ে তোলা কিছু সুন্দর ছবি শেয়ার করে তিনি লেখেন, “হ্যাপি বার্থডে মাই প্রিসিয়াস গার্ল।” সাদা পোশাকে বাবা-মেয়ের টুইনিং মুহূর্ত ভক্তদের মন জুড়ে দিয়েছে।
শুটিং সেটে ছোট্ট ইয়ালিনির মজার কাণ্ড
মায়ের সঙ্গে শুটিং সেটেও যায় ইয়ালিনি। কখনো ছোট্ট হাতে মেকআপ করছে, আবার কখনো মায়ের সঙ্গে টুইনিং করে ফটোশ্যুটে নজর কাড়ছে। প্রথম ভাইফোঁটার সময়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শুভশ্রী।