দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

‘মির্জাপুর ৩’-এর বোনাস পর্বে প্রত্যাবর্তন করছেন মুন্না ভাইয়া? টিজার ইঙ্গিত দিচ্ছে বড় চমকের

'মির্জাপুর ৩'-এর বোনাস পর্বে প্রত্যাবর্তন করছেন মুন্না ভাইয়া? টিজার ইঙ্গিত দিচ্ছে বড় চমকের

নয়াদিল্লি: জনপ্রিয় ও আলোচিত ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ (Mirzapur) আবার ফিরে এসেছে তার তৃতীয় সিজনের মাধ্যমে। তবে, এই নতুন সিজনে দেখা যায়নি মুন্না ভাইয়া (Munna Bhaiya) ওরফে দিব্যেন্দু শর্মা (Dibyendu Sharma) কে, যা অনেক দর্শকের জন্য হতাশাজনক ছিল। মুন্না ভাইয়ার অনুপস্থিতি অনেকেই মেনে নিতে পারেননি এবং তাকে ফিরিয়ে আনার দাবি জানিয়ে যাচ্ছিলেন। এই পরিস্থিতিতে প্রাইম ভিডিওর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সম্প্রতি পোস্ট করা হয় একটি ইঙ্গিতপূর্ণ টিজার, যা দেখে বোঝা যাচ্ছে যে ‘মির্জাপুর ৩’-এর একটি বোনাস পর্ব আসতে চলেছে। তবে, এই পর্বে কি সত্যিই ফিরে আসছেন মুন্না ভাইয়া?

বোনাস পর্বের টিজারে মুন্না ভাইয়ার উপস্থিতি

প্রাইম ভিডিওর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা টিজারটি সম্পূর্ণভাবে মুন্না ভাইয়াকে কেন্দ্র করে। এতে দিব্যেন্দু শর্মার উপস্থিতি দেখে অনেকেই অনুমান করছেন, হয়তো এই বোনাস পর্ব মুন্না ভাইয়াকে নিয়ে তৈরি হয়েছে। টিজারে মুন্না ভাইয়াকে তার চিরাচরিত ভঙ্গিতে বলতে শোনা যায়, “আমি গেলাম, আর পুরো ধুন্ধুমার হয়ে গেল। শুনেছি আমার লয়্যাল ফ্যানেরা খুব মিস করছে আমাকে। সিজন ৩-এ কিছু জিনিস মিস করেছেন আপনারা। সেগুলো আমি খুঁজে নিয়ে এসেছি, শুধুমাত্র আপনাদের জন্য।” এতে আরও জানানো হয়েছে যে, এই বোনাস পর্বটি ৩০ আগস্ট অর্থাৎ আজই এই পর্ব হাজির হওয়ার কথা।

দর্শকদের জন্য নতুন চমক

এই টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “বাওয়াল হবে এবার, কারণ বোনাস পর্ব আসছে।” কর্ণ অংশুমানের পরিচালনায় নির্মিত ‘মির্জাপুর’ প্রথম মুক্তি পায় ২০১৮ সালে। উত্তর প্রদেশের একটি ছোট শহর মির্জাপুরের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজের মূল চরিত্র কালীন ভাইয়া, যার চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। বেআইনি অস্ত্রের ব্যবসা এবং শহরের নিয়ন্ত্রণের লড়াইকে কেন্দ্র করে এই সিরিজের কাহিনী আবর্তিত হয়।

এই সিরিজটি মুক্তির পর থেকেই বিপুল জনপ্রিয়তা অর্জন করে এবং দুই সিজনের পর এই নতুন তৃতীয় সিজন এবং আসন্ন বোনাস পর্ব নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। মুন্না ভাইয়ার ফিরে আসার সম্ভাবনায় দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!