দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

মিঠুন চক্রবর্তী পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার, শুটিং ফ্লোরেই পুরস্কারের খবরে হাজির হলেন নায়ক

মিঠুন চক্রবর্তী পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার, শুটিং ফ্লোরেই পুরস্কারের খবরে হাজির হলেন নায়ক

অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। আগামী ৮ অক্টোবর তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করবেন। সোমবার সকালে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সুসংবাদটি ঘোষণা করেছেন। এই খবর প্রকাশিত হওয়ার পরেই টলিউড ইন্ডাস্ট্রিতে আনন্দের জোয়ার উঠেছে। একে একে সবাই তাঁদের উচ্ছ্বাস ও প্রতিক্রিয়া জানিয়েছেন।

যার জন্য এত উৎসব, সেই মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে কী করছেন, তা নিয়ে সকলের মধ্যেই কৌতূহল। যদিও পুরস্কারের ঘোষণা শোনার পর সাংবাদিকদের সামনে এসেছিলেন তিনি, তবে নিজের কাজের ধারা বজায় রেখে আবার শুটিং ফ্লোরে ফিরে গিয়েছেন। পাথুরিয়াঘাটা রাজবাড়িতে চলছে তাঁর নতুন ছবির শুটিং, যেখানে একের পর এক দৃশ্যে মনোযোগ দিয়ে অভিনয় করছেন তিনি। পুরস্কারের ঘোষণা মিঠুনের মনোবলকে বিন্দুমাত্র প্রভাবিত করেনি, বরং কাজের প্রতি তাঁর নিষ্ঠা আগের মতোই অটুট রয়েছে।

শুটিং ফ্লোরে তাঁর সহ-অভিনেত্রী অঞ্জনা বসু ফুলের তোড়া হাতে এসে তাঁকে অভিনন্দন জানান এবং মিঠুনের আশীর্বাদ গ্রহণ করেন। এই দিনে টলিউডের অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যেও একটা বিশেষ উদযাপনের আবহ তৈরি হয়েছে। শুটিং ফ্লোরে মিঠুনের সঙ্গে এই মুহূর্তে পরমব্রত চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার এবং অঞ্জনা বসু অভিনয় করছেন।

মিঠুন চক্রবর্তীকে নিয়ে তাঁর সহ-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, “যেদিন থেকে সিনেমা সম্পর্কে সচেতন হয়েছি, সেই দিন থেকেই মিঠুনদার কাজ দেখে আসছি। এখনও তিনি সেই একই উদ্যম এবং দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত সম্মানের।”

পুরস্কারের ঘোষণা সত্ত্বেও মিঠুন চক্রবর্তীর কর্মনিষ্ঠা টলিউডের তরুণ প্রজন্মের কাছে এক বিরাট প্রেরণা।

4o

ChatGPT

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!