দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

মা সারদাদেবীর ১৭২তম জন্মতিথি: রাজ্যজুড়ে ধুমধামের আয়োজন

মা সারদাদেবীর ১৭২তম জন্মতিথি: রাজ্যজুড়ে ধুমধামের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার রাজ্যজুড়ে পূণ্যপ্রসঙ্গ মা সারদাদেবীর ১৭২তম জন্মতিথি মহাসমারোহে পালিত হবে। জয়রামবাটির পবিত্র ভূমি, যেখানে মায়ের জন্ম হয়েছিল, সেখানে যেমন বিশেষ অনুষ্ঠানের আয়োজন রয়েছে, তেমনই বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, বাগবাজার মায়ের বাড়ি, এবং স্বামীজির বাড়িতেও ধর্মীয় ভাবনায় দিনভর চলবে নানা আয়োজন।

এই উপলক্ষ্যে থাকছে ভক্তি-অনুষ্ঠান, বিশেষ পূজা-অর্চনা, আরতি, মায়ের জীবনী নিয়ে আলোচনা, ধর্মীয় সঙ্গীত পরিবেশনা, এবং নানা ধরনের গ্রন্থ ও পত্রিকার প্রকাশ।

দক্ষিণেশ্বরে রবিবারে সাধারণত পুণ্যার্থী ভিড় বেশি হয়। তার ওপর পৌষ মাসে মা ভবতারিণীর দর্শনের জন্য প্রচুর মানুষের সমাগম হয়। মন্দির কর্তৃপক্ষ এবং পুলিশ-প্রশাসন আগে থেকেই ভিড় সামলানোর জন্য প্রস্তুত রয়েছে। বেলুড় মঠ এবং বাগবাজার মায়ের বাড়িতেও একইভাবে ভক্তদের ঢল নামার সম্ভাবনা রয়েছে।

এছাড়া কাশীপুর উদ্যানবাটি, শ্যামপুকুর বাটি, বলরাম মন্দির, মাতৃ স্মৃতিমন্দির, সারদেশ্বরী আশ্রম, আদ্যাপীঠ প্রভৃতি স্থানেও মা সারদাদেবীর জন্মতিথি উদযাপন হবে। এই পবিত্র দিনে মায়ের দর্শন ও পূজা করতে ভক্তদের হৃদয় ভরে উঠবে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!