দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

মাত্র ১০ মিনিটের চার্জে ইয়ারবাড চালু থাকবে ৩ ঘণ্টা, জেনে নিন এর আরও বিশেষ ফিচার সম্পর্কে।

মাত্র ১০ মিনিটের চার্জে ইয়ারবাড চালু থাকবে ৩ ঘণ্টা, জেনে নিন এর আরও বিশেষ ফিচার সম্পর্কে।

বর্তমানে গ্যাজেটের দুনিয়ায় অন্যতম জনপ্রিয় ব্র্যান্ডের তালিকায় ভিভো রয়েছে। এবার ভিভো তাদের নতুন ইয়ারবাড, ভিভো TWS 3E, বাজারে এনেছে। এই ইয়ারবাডটি বিশেষত ভিভো V40 সিরিজের একটি অংশ।

ইয়ারবাডটির ডিজাইন স্লিক ও আকর্ষণীয়, যা একটি গোলাকার কেসে রাখা থাকে। এতে রয়েছে ৩০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার, যা আশেপাশের অবাঞ্ছিত আওয়াজ প্রায় ৭৩ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম।

এছাড়াও, ভিভো TWS 3E ইয়ারবাডে রয়েছে এআই কল নয়েজ রিডাকশন ফিচার, যা কথা বলার সময় আশেপাশের আওয়াজ কমাতে সাহায্য করে। বিশেষভাবে, উইন্ড নয়েজ রিডাকশন ফিচার থাকায় বাতাসের আওয়াজও কমে যায়, ফলে শব্দ শোনার অভিজ্ঞতা উন্নত হয়।

এই ইয়ারবাডে গুগল ফাস্ট পেয়ার, গুগল অ্যাসিসট্যান্ট, ওয়্যারিং ডিটেকশন, ফাইন্ড মাই ইয়ারফোন, এবং স্মার্ট টাচ কন্ট্রোলের মতো আধুনিক ফিচারগুলির সাপোর্ট রয়েছে। অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন বন্ধ থাকলে এবং চার্জিং কেসে থাকলে ইয়ারবাডটি একবার সম্পূর্ণ চার্জ দিলে ৪২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেয়। কিন্তু যদি নয়েজ ক্যানসেলেশন চালু থাকে, তাহলে ৩৬ ঘণ্টা পর্যন্ত চার্জ ধরে রাখতে পারে। দ্রুত চার্জিং ফিচারের জন্য মাত্র ১০ মিনিট চার্জ দিলেই প্রায় ৩ ঘণ্টা ইয়ারবাডটি ব্যবহার করা যাবে।

এই ইয়ারবাডটি ওয়াটার রেজিস্ট্যান্ট, যা এটিকে আরও টেকসই করে তোলে। তিন ধরনের সাউন্ড এফেক্ট রয়েছে, যা ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন সাউন্ড এক্সপেরিয়েন্স প্রদান করে। ভিভো TWS 3E ইয়ারবাড দুটি রঙে লঞ্চ হয়েছে— সাদা এবং কালো। এটি ভিভোর অফিশিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!