মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘উত্তম কুমার স্মরণে’ বিশেষ অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত স্বনামধন্যদের পুরস্কার প্রদান করা হয়।

মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'উত্তম কুমার স্মরণে' বিশেষ অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত স্বনামধন্যদের পুরস্কার প্রদান করা হয়।

বুধবার মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধন ধান্য প্রেক্ষাগৃহে ‘উত্তম কুমার স্মরণে’ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেখতে দেখতে মহানায়কের ৪৪তম প্রয়াণ দিবস এলো। এই দিনে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করতেই বিশেষ আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে।

এদিন অনুষ্ঠান থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত স্বনামধন্যদের পুরস্কার প্রদান করা হয়। ‘উত্তম কুমার স্মরণে’ অনুষ্ঠান থেকে বিশেষ চলচ্চিত্র সম্মান প্রদান করা হলো প্রখ্যাত অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য এবং শুভাশিস মুখোপাধ্যায়কে। প্রায় দু-দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমায় নিজের অসামান্য শিল্পী সত্ত্বার পরিচয় দিয়েছেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। কেরিয়ারের প্রথম দিকে কমেডি অভিনেতা হিসেবে কাজ করলেও ধীরে ধীরে চরিত্রাভিনেতা হয়ে উঠেছেন তিনি। পাশাপাশি ছোট পর্দা এবং বড় পর্দা সব ক্ষেত্রেই অভিনয়ের দাপট দেখিয়েছেন অম্বরীশ। একই সঙ্গে এই পুরস্কার দেওয়া হল রুক্মিণী মৈত্রকেও। খুব অল্প সময়ের মধ্যে বাংলা সিনেমার দর্শকদের মন জয় করে নিয়েছেন রুক্মিণী।

এদিন অনুষ্ঠান মঞ্চে প্রদান করা হয় মহানায়ক সম্মান। প্রতিবার এই সম্মান কে পাবেন তা নিয়ে থাকে আগ্রহ। এবার মহানায়ক সম্মান দেওয়া হল নচিকেতা চক্রবর্তী এবং রচনা বন্দ্যোপাধ্যায়কে।

একইসঙ্গে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য পুরস্কার প্রদান করা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। অনুষ্ঠান মঞ্চ থেকে সকল কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি উল্লেখ করেন সকল কলাকুশলীদের দক্ষতার কথাও।

এদিন কলকাতার ধনধান্য অডিটোরিয়ামের এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের দিনক্ষণ। ৪ থেকে ১১ ডিসেম্বর। পরিচালক গৌতম ঘোষকে চেয়ারম্যান করা হয়েছে বলে জানান তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কো-চেয়ারম্যান।

উল্লেখ্য, এই অনুষ্ঠান শুরু হওয়ার কিছু আগেই ধনধান্য অডিটোরিয়ামে লোহার তোরণ ভেঙে পড়ে আহত হলেন একাধিক দর্শক। যাদের মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছেন। তড়িঘড়ি করে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!