দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা

ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা

ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা প্রকাশিত হয়েছে, এবং এবারের পুরস্কারগুলো আবারও দক্ষিণী সিনেমার দিকে ঝুঁকেছে। এখানে সেরা ছবির পুরস্কার পেয়েছে মালায়ালাম ছবি ‘আত্তাম’, যা বলিউডের ছবিগুলিকে পিছনে ফেলে দিয়েছে।

এছাড়াও, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋষভ শেঠি ‘কান্তারা’ ছবির জন্য। সেরা অভিনেত্রী হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন নিত্যা মেনন (তামিল ছবি ‘তিরুচিত্রম্বলাম’) এবং মানসী পারেখ (গুজরাতি ছবি ‘কচ্ছ এক্সপ্রেস’)।

নিত্য মেনন, ঋষভ শেট্টি ও মানসী পারেখ

পুরস্কার বিজয়ীদের তালিকা:

  • সেরা ছবি: আত্তাম (মালায়ালম)
  • সেরা বিনোদনমূলক ছবি: কান্তারা
  • সেরা হিন্দি ছবি: গুলমোহর
  • সেরা বাংলা ছবি: কাবেরী অন্তর্ধান (কৌশিক গঙ্গোপাধ্যায়)
  • সেরা পরিচালক: উঁচাই (পরিচালক: সূরজ আর বারজাতিয়া)
  • সেরা নবাগত পরিচালক: ফৌজা (পরিচালক: প্রমোদ কুমার)
  • সেরা অভিনেতা: ঋষভ শেট্টি (কান্তারা)
  • সেরা সহ-অভিনেতা: পবন রাজ মালহোত্রা (ফৌজা)
  • সেরা অভিনেত্রী: নিত্যা মেনন (তিরুচিত্রম্বলাম) এবং মানসী পারেখ (কচ্ছ এক্সপ্রেস)
  • সেরা সহ-অভিনেত্রী: নীনা গুপ্তা (উঁচাই)
  • সেরা সম্পাদনা: আত্তাম (মালায়ালম)
  • সেরা সংগীত পরিচালক: প্রীতম (‘ব্রহ্মাস্ত্র’)
  • সেরা পার্শ্ব গায়ক: অরিজিৎ সিং (‘ব্রহ্মাস্ত্র’)
  • সেরা পার্শ্ব গায়িকা: বম্বে জয়শ্রী (‘সৌদি ভেল্লাক্কা’)

এবারের পুরস্কারগুলো প্রমাণ করে যে দক্ষিণী সিনেমার শক্তি এবং মানের প্রতি সম্মান আরও বাড়ছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!