দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

বিদেশে প্রশংসিত ‘পুরাতন’, সেরা ছবির পুরস্কার হাতে ঋতুপর্ণা ও শর্মিলাকন্যা সাবা

বিদেশে প্রশংসিত 'পুরাতন', সেরা ছবির পুরস্কার হাতে ঋতুপর্ণা ও শর্মিলাকন্যা সাবা

সুমন ঘোষ পরিচালিত ‘পুরাতন’ (Puratawn) বিদেশের মাটিতে তুমুল প্রশংসা কুড়িয়েছে। ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির সম্মান পেয়েছে শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত এই ছবি। পাশাপাশি, শর্মিলা ঠাকুর পেয়েছেন সেরা অভিনেত্রীর শিরোপা। পুরস্কার গ্রহণের সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে সাবা এবং ঋতুপর্ণা।

ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসব এবছর তার ১৩তম বর্ষে পদার্পণ করেছে। উৎসবটি শুরু হয়েছিল ১৩ আগস্ট এবং শেষ হয়েছে ১৫ আগস্ট। পাশাপাশি, এই উৎসবের একটি ভার্চুয়াল সংস্করণও শুরু হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে, যা চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ওই উৎসবে ‘পুরাতন’ ছিল ওপেনিং নাইট সিনেমা হিসেবে। সিনেমাটি দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছে এবং পুরস্কার হাতে ঋতুপর্ণা ও সাবা একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।

বরাবরই চিত্রনাট্য বেছে কাজ করতে ভালোবাসেন শর্মিলা ঠাকুর। যে অভিনেত্রী সত্যজিৎ রায়ের হাত ধরে চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন, তাঁর অভিনয় জীবনের পরবর্তী ধাপে তিনি গল্প এবং চরিত্রের ক্ষেত্রে খুঁতখুঁতে হয়ে ওঠা একেবারেই স্বাভাবিক। ২০২৩ সালে শর্মিলা ‘গুলমোহর’ সিনেমার মাধ্যমে OTT প্ল্যাটফর্মে পা রাখেন। তবে ১৪ বছর পর আবার বাংলা সিনেমায় ফিরেছেন ‘পুরাতন’-এর মাধ্যমে।

ছবিটির গল্প মুলত মা ও মেয়ের সম্পর্কের ওপর ভিত্তি করে। ছবিতে শর্মিলা ঠাকুর মায়ের চরিত্রে এবং ঋতুপর্ণা সেনগুপ্ত মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। মেয়ের স্বামীর চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। শুধু অভিনয় নয়, ঋতুপর্ণা এই ছবির প্রযোজনাতেও অংশ নিয়েছেন। তাঁর প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’-এর ব্যানারে তৈরি হয়েছে ছবিটি। বর্তমানে ছবিটি সিনেমা হলে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!