দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

বিতর্ক পেরিয়ে মুক্তির পথে কঙ্গনার ‘এমার্জেন্সি’: নতুন ট্রেলারে ইতিহাসের ঝলক

বিতর্ক পেরিয়ে মুক্তির পথে কঙ্গনার ‘এমার্জেন্সি’: নতুন ট্রেলারে ইতিহাসের ঝলক

তথ্য বিকৃতি, প্রাণনাশের হুমকি এবং ছবি নিষিদ্ধ করার ডাক—সবকিছু উপেক্ষা করে অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে কঙ্গনা রানাউতের বহুল আলোচিত ছবি ‘এমার্জেন্সি’। আগামী ১৭ জানুয়ারি বড়পর্দায় আসবে ছবিটি। মুক্তির আগে প্রকাশিত নতুন ট্রেলারে আরও একবার নিজের চরিত্রের ঝাঁঝালো রূপ তুলে ধরলেন কঙ্গনা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ‘সবচেয়ে বিতর্কিত নেত্রী’ বলেও অভিহিত করলেন তিনি।

সত্তর দশকের উত্তাল সময়ের চিত্র

‘ইন্দিরাই ইন্ডিয়া’—এই উক্তি নতুন ট্রেলারের কেন্দ্রবিন্দু। সত্তর দশকের রাজনৈতিক টালমাটাল পরিবেশের ঝলক এতে স্পষ্ট। কঙ্গনার পরিচালনায় তৈরি এই ছবিতে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের। যুব অটল বিহারি বাজপেয়ীর ভূমিকায় দেখা যাবে শ্রেয়স তলপড়েকে। ফিল্ড মার্শাল স্যাম মানেকশের চরিত্রে রয়েছেন মিলিন্দ সোমান। এছাড়া মহিমা চৌধুরী এবং সতীশ কৌশিকের মতো শিল্পীরাও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।

ইন্দিরা গান্ধীর ভূমিকায় কঙ্গনা রানাউত

কঙ্গনার বার্তা

ট্রেলার প্রকাশের সময় কঙ্গনা বলেন, “অসংখ্য চ্যালেঞ্জ পার করার পর অবশেষে ১৭ জানুয়ারি ‘এমার্জেন্সি’ মুক্তি পাচ্ছে। এটি শুধু একজন বিতর্কিত নেত্রীর কাহিনী নয়, বরং বর্তমান পরিস্থিতিতেও খুবই প্রাসঙ্গিক। সাধারণতন্ত্র দিবসের ঠিক এক সপ্তাহ আগে ছবিটি মুক্তি পাচ্ছে। সপরিবারে বা প্রিয়জনের সঙ্গে এই দেশপ্রেম উদযাপনের এটি সঠিক সময়।”

ছবিটি কেন প্রাসঙ্গিক?

সত্তরের দশকের ভারতীয় রাজনীতির অস্থির সময়কে চিত্রায়িত করে এই ছবি। ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন আমলে জরুরি অবস্থার ঘোষণা এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহ আজও আলোচনার বিষয়। ছবির মাধ্যমে সেই সময়ের ইতিহাস ও নেতাদের চরিত্রকে নতুনভাবে তুলে ধরতে চেয়েছেন কঙ্গনা।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!