দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

বিটিএস-এর সেনা পরিষেবা: কবে ফিরছেন প্রিয় ব্যাঙ্গটান বয়েজ়?

বিটিএস-এর সেনা পরিষেবা: কবে ফিরছেন প্রিয় ব্যাঙ্গটান বয়েজ়?

কে-পপের জগতে ‘বিটিএস’ নামটি সবার পরিচিত। তাদের গানের তালে নেচেছে গোটা বিশ্ব। গত দশকের মধ্যে তারা গ্লোবাল আইকন হয়ে উঠেছে। তবে বিটিএস ভক্তদের জন্য গত বছরটি ছিল কিছুটা বিষণ্ণ। কারণ তাদের প্রিয় ব্যাঙ্গটান বয়েজ়রা এখন দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছরের প্রত্যেক যুবককে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয় এবং অন্তত ১৮ মাস পরিষেবা দিতে হয়।

২০২২ সালে বিটিএস-এর জিন ও জে-হোপ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। আর ২০২৩ সালের ডিসেম্বরে আরএম, জিমিন, ভি ও জাংকুকও দেশের দায়িত্বে নামেন। আরএম ও ভি, অর্থাৎ কিম নামজুন ও কিম তেইহুং, ১১ ডিসেম্বর ২০২৩-এ সেনাবাহিনীতে যোগ দেন। পরদিন, ১২ ডিসেম্বর, জিমিন এবং জাংকুকও দায়িত্ব পালন শুরু করেন।

যদিও তাদের পরিষেবার এক বছর পূর্ণ হয়েছে, তবে নিয়ম অনুযায়ী ১৮ মাস পূর্ণ হওয়ার আগে তাদের ফেরার সম্ভাবনা নেই। বিটিএস-এর সদস্যরা ২০২৫ সালের জুন মাসে তাদের সেনা পরিষেবা শেষ করবেন। আরএম ও ভি ফিরবেন ১০ জুন, ২০২৫, এবং জিমিন ও জাংকুক ১১ জুন, ২০২৫। ফ্যানেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় ব্যাঙ্গটান বয়েজ়দের আবার একসঙ্গে দেখার।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!